নয়াদিল্লি: চিকিৎসকেরা সময় দিয়েছিলেন অন্তত ১৮ মাস। তবে মাত্র ১৬ মাসেই সম্পূর্ণ সেরে উঠেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হয়েছিল। তিনি বাঁচবেন কি না, তা নিয়েও ছিল প্রশ্ন। সব প্রশ্নকে গ্যালারিতে উড়িয়ে পন্থ শুধু সুস্থই হননি, আইপিএলে খেলে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনকে নিয়ে একটি সিরিজ করেছে। নাম, 'মিরাক্যল ম্যান।' বৃহস্পতিবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) ওয়েবসাইটে যে সিরিজ স্ট্রিমিং হল।


বোর্ডের পোস্ট করা ভিডিওতে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালের সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের ডিরেক্টর ডক্টর দীনশ পার্ডিওয়ালা জানিয়েছেন যে, প্রথমবার অস্ত্রোপচারের পর তাঁর খুব একটা ইতিবাচক লাগেনি। পন্থের মা এমনকী এও আশঙ্কা করেছিলেন যে, তিনি হয়তো আর কোনওদিন হাঁটতেই পারবেন না। পার্ডিওয়ালা অবশ্য নিশ্চিত করেছিলেন যে, নিজের পায়ে দাঁড়াবেনই পন্থ। তবে ফের ক্রিকেট খেলতে দীর্ঘ সময় লাগবে। মোটামুটিভাবে মনে করা হয়েছিল, পন্থের ফিরতে ১৮ মাস সময় লাগবে। কিন্তু পন্থ নিজে চেয়েছিলেন আরও দ্রুত সুস্থ হতে। চিকিৎসককে রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেছিলেন, তিনি ১২ মাসের মধ্যে সুস্থ হয়ে দেখাবেন।


চিকিৎসক পার্ডিওয়ালা বলেছেন, 'এত গুরুতর চোট ছিল যে, এক পা ফেলাই ছিল ঝুঁকিপূর্ণ। প্রথম পদক্ষেপ ছিল অস্ত্রোপচারটা নিখুঁতভাবে করা। তারপর রিহ্যাব নিয়ে গুরুত্ব দেওয়া। ধীরে এগোতে চেয়েছিলাম। চাইনি ওর সেরে ওঠার পর্বে বিঘ্ন ঘটাতে। পরে অবশ্য পদ্ধতিতে গতি আনা হয়েছিল। সব মিলিয়ে ১৮ মাস সময় লাগবে মনে হয়েছিল। আমি সেটা যখন ওকে বলি, ও জানায় আমি আপনাকে ১২ মাসে সুস্থ হয়ে দেখাব।' পন্থের মনের জোর দেখে চমকে গিয়েছিলেন অভিজ্ঞ চিকিৎসক।


রুরকির উইকেটকিপার-ব্যাটার নিজে বলেছেন, 'আধ্যাত্মিকতা মানুষকে আরও শৃঙ্খলাপরায়ণ করে তোলে। আমাকেও নিজের প্রতি মনোনিবেশ করতে সাহায্য করেছে। গাড়ি দুর্ঘটনার ফলে আমার হাঁটুতে গুরুতর চোট লেগেছিল। তবে কতটা ক্ষতি হয়েছে তা আমি কল্পনাও করতে পারব না। চিকিৎসকরা আমার পা বাদ দেওয়ার কথাও ভেবেছিলেন। আমি অবশ্য ঈশ্বরের উপর ভরসা রেখেছিলাম। অনুভব করতাম আমার উপরে কেউ যেন নজর রাখছেন।'


আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠে ফিরবেন পন্থ।


আরও পড়ুন: Mumbai Indians: হার্দিককে নিয়ে অতিরিক্ত মাতামাতি হয়, আইপিএলে অগ্নিপরীক্ষা মুম্বই ইন্ডিয়ান্সের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে