জয়পুর: গত দু-তিনদিন ধরেই একটা আভাস পাওয়া যাচ্ছিল যে সঞ্জু স্য়ামসনের (Sanju Samson) আইপিএলে (IPL 2024) পারফরম্য়ান্সে নির্বাচকরা এতটাই খুশি হয়েছেন যে তাঁকে বিশ্বকাপের জন্য ভাবতে পারেন। সেই মতই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দলে(Indian Cricket Team) জায়গা পেয়েছেন কেরালার ক্রিকেটার। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক হিসেবে দলকে দুর্দান্তভাবে চালনা করছেন। এছাড়াও ব্যাট হাতেও সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় সাত নম্বরে রয়েছেন। ৯ ম্য়াচে ৩৮৭ রান ঝুলিতে পুরে নিয়েছেন স্যামসন।
গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের যে ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। তাতে ঋষভ পন্থের সঙ্গে উইকেট কিপার ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনকেও নেওয়া হয়েছে। আইপিএলে রাজস্থান রয়্যালস এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ১৬ পয়েন্টের সঙ্গে। প্লে অফ প্রায় নিশ্চিতই বলা চলে তাদের। ব্যাট হাতেও সঞ্জু দারুণ ফর্মে। বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে পড়ার পরই নিজের সোশ্য়াল মিডিয়ায় কেরালার এই ক্রিকেটার লিখেছেন, ''পরিশ্রম ও ঘাম দিয়ে সেলাই করা জার্সি'' অর্থাৎ এই দিনটি দেখার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে তাঁকে তা বোঝাতেই এই মন্তব্য করেছেন স্যামসন।
দেশের জার্সিতে ২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্যামসনের। কিন্তু ধোনি, পন্থের উপস্থিতি ও নিজের ধারাবাহিকতার অভাবের জন্য জায়গা পাকা করতে পারেননি কখনওই। এখনও পর্যন্ত ২৫টি টোয়েন্টি ম্য়াচে ৩৭৪ রান করেছেন স্যামসন। গড় ১৮.৭০। স্ট্রাইক রেট ১৩৩.০৯। একটি মাত্র অর্ধশতরান ঝুলিতে পুরেছেন স্যামসন। সর্বােচ্চ ৭৭।
তবে আইপিএলে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছেন স্যামসন। ১৬১ ম্য়াচে তিনি ৪২৭৩ রান করেছেন। তিনটি সেঞ্চুরি ও ২৪টি অর্ধশতরান রয়েছ ঝুলিতে। ব্যক্তিগত সর্বোচ্চ ১১৯। এখনও পর্যন্ত এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরেছে। আর কোনও ম্য়াচে এখনও পর্যন্ত হারেনি তারা। এখনও পর্যন্ত ৯ ম্য়াচ খেলে ঝুলিতে ১৬ পয়েন্ট পুরে নিয়েছে তারা। আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে রয়্যালস শিবির। সেই ম্য়াচে জিতলে পাকাপাকি প্রথম দল হিসেবে এবারের আইপিএলের প্লে অফে জায়গা করে নেবে তারা।