চেন্নাই: জাতীয় দলের জার্সিতে দীর্ঘ এক দশক একসঙ্গে খেলেছেন। এমনকী ধোনির নেতৃত্বেই জাতীয় দলে অভিষেক হয়েছিল রবীন্দ্র জাডেজার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি সরে যাওয়ার পরও আইপিএলে সিএসকের জার্সিতে একসঙ্গে খেলছেন অনেক বছর ধরে একসঙ্গে। ধোনি ও জাডেজার যুগলবন্দি অনেক ম্য়াচে সিএসকের জয়ের ভিত গড়ে দিয়েছে। কিন্তু এই ধোনির সঙ্গেই দেখা করতে নাকি এখনও মাঝে মাঝে ইতস্তত বোধ করেন জাডেজা। তাঁর সঙ্গে কথা বলতেও ইতস্তত বোধ করেন। তাহলে কি এখনও জাডেজা ভয় পান ধোনিকে? 

রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে এক সাক্ষাৎকারে জাডেজা বলেন, ''প্রথমবার আমি মহেন্দ্র সিংহ ধোনিকে ২০০৫ সালে বিমানে দেখেছিলাম। চেন্নাইয়ে দেখেছিলাম তাঁকে। আমি মুম্বই থেকে ফিরছিলাম। আমার মনে হয় সেও একই বিমানে ফিরছিলেন। আমি ইকনমিক ক্লাসে ছিলাম। ধোনি ভাই বিজনেস ক্লাসে ছিলেন। সবাই বলছিল যে ধোনি ফ্লাইটেই সামনের দিকে বসে আছেন। তবুও আমি ওনার সঙ্গে দেখা করতে ইতস্ত বোধ করছিলাম। এমনকী এখনও আমি ওঁর সঙ্গে সবসময় কথা বলতে গেলে কিছুটা ইতস্তত বোধ করি।''

ধোনির নেতৃত্বে আইপিএলে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। তিনি নেতৃত্ব ছাড়ার পর জাডেজার ওপর নেতৃত্বভার পড়েছিল। কিন্তু তিনি অধিনায়ক হিসেবে সফল হতে পারেননি। তাই ফের একবার ধোনিকেই নেতৃত্বভার দেওয়া হয়। 

 গত ২৫শে মে এমএস ধোনি চলতি IPL-এ তাঁর শেষ ম্যাচ খেলে ফেলেছেন কি না, তা হয়ত সময়ই বলবে। কিন্তু ধোনি কিন্তু তাঁর অবসরের কোনও অঙ্গিত দেননি। ধোনি ইতিমধ্যেই CSK-এর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, কিন্তু দলের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের চোটের কারণে ধোনিকে আবার অধিনায়কত্বের দায়িত্ব নিতে হয়েছে মরশুমের মাঝপথে। যেহেতু পরের মরশুমে সম্ভবত গায়কোয়াড়ই অধিনায়ক হিসেবে ফিরে আসবেন, তাই রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এমএস ধোনি IPL-এ অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ খেলতে পারেন।

গুজরাত টাইটান্সকে হারানোর পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে ধোনি বলেন, ''কোনও ক্রিকেটার যদি শুধুমাত্র তাঁর পারফরম্য়ান্সের ভিত্তিতে অবসর নেন, তাহলে তো অনেকেই ২২ বছর বয়সেই অবসর নিয়ে নিতে পারেন। কিন্তু তা আসলে হয় না। আমার সামনে এখন ৪-৫ মাস সময় রয়েছে। আমি এই মুহূর্তে ক্রিকেট নিয়ে ভাবতে চাই না। রাঁচি ফিরে বাইক রাইডে যেতে চাই। সময় কাটাতে চাই। দেখি কেমন যায় আমার শরীর আগামী কয়েক মাসে। কতটা ফিট থাকতে পারি, তার ওপর নির্ভর করেই হয়ত পরের মরশুমে খেলব কি না, সেই সিদ্ধান্ত নেব। আমি এটা বলব না যে আমার খেলা শেষ। আবার এটাও বলব না যে আমি আগামী মরশুমে আসবই ফিরে। পুরোটাই সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করছে।''