আমদাবাদ: নিজে দীর্ঘ ১১ বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে খেলেছেন। বিরাট কোহলির সঙ্গে তাঁর জুটি ছিল এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় শক্তি ব্যাটিং লাইন আপে। বিশ্বের যে কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়েছেন বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। নিজে যখন আরসিবিতে খেলতেন, তখন পারেননি দলকে ট্রফি জেতাতে। সেই আক্ষেপ রয়ে গিয়েছে। এবার বন্ধু বিরাট ফের একবার ট্রফি জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আইপিএল ফাইনালের আগে বিরাটকে কী পরামর্শ দিলেন এবিডি? 

আইপিএলের আঠারোতম মরশুমে ফাইনাল খেলতে চলেছে আরসিবি ও পঞ্জাব কিংস। নিজের দেওয়া কথা মতই ফাইনাল দেখতে আমদাবাদে থাকার কথা এবিডির। তার আগে স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাটের জন্য এবিডির পরামর্শ, ''হাসিমুখে মাঠে যাও। নিজের খেলাটা উপভোগ করো, কেরিয়ারের এই সময়ে এসে বাড়তি চাপ নেওয়ার কোনও দরকার নেই। তোমার খেলা দেখার জন্য আমি নিজে মাঠে থাকব। আইপিএল ট্রফিটা জিতে নিয়ে এসো। ফাইনালের প্রতিটা মুহূর্ত উপভোগ করো।''

চলতি মরশুমে একটিবারও আমদাবাদে খেলেনি আরসিবি। পঞ্জাব সেখানে এই মাঠে খেলেছে। এমনকী প্রথম ম্য়াচেই গুজরতকে হারিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করেছিল তারা। যদিও এই মাঠে কোহলি রেকর্ড কিন্তু তাঁর পক্ষেই কথা বলছে। ৬ ম্য়াচে করেছেন ২১৯ রান। গড় ৫০ এর ওফর। দুটো অর্ধশতরান রয়েছে ঝুলিতে। যদিও নিজের স্ট্রাইক রেট বদলাতে মরিয়া থাকবেন বিরাট। ১৩১.১৩ স্ট্রাইক রেটে এখানে রান করেছেন কিং কোহলি।

এর আগে বেশ কিছুদিন আগে নিজের সোশ্য়াল মিডিয়া ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে এবিডি জানিয়েছিলেন, ''আমার কথাটা মার্ক করে রাখা হোক। যদি আরসিবি আইপিএলের ফাইনালে জায়গা করে নেয়, তবে আমি অবশ্যই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখব। ছেলেদের জন্য গলা ফাটাব। বিরাট কোহলির সঙ্গে ট্রফি তুলে নেওয়ার থেকে বেশি স্বস্তি আর কিছুতে পাব না আমি। অনেকগুলো বছর এই চেষ্টাটাই করে গিয়েছিলাম আমি।''

আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন এবিডি দিল্লি ক্যাপিটালসের জর্সিতে (তখন নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস)। এরপর ১১ মরশুম আরসিবির জার্সিতে খেলেছেন এবিডি। ফ্র্য়াঞ্চাইজির ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত হন তিনি। এমনকী তাঁর ও বিরাটের পার্টনারশিপও রেকর্ড গড়েছে। ব্যক্তিগত পারফরম্য়ান্স নজরকাড়া হলেও তাঁর প্রতিনিধিত্বে একবারও আইপিএল জিততে পারেনি আরসিবি। ২০১৬ সালে ফাইনালে পৌঁছেছিল আরসিবি। কিন্তু সেবারও ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে যেতে হয় আরসিবিকে।