আমদাবাদ: আইপিএলের ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রেয়স আইয়ার। বৃষ্টির আশঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই টস হয়েছে। গতবার কেকেআরের জার্সিতে ফাইনালে পৌঁছেছিলেন। টস হারতে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের বিরুদ্ধে। যদিও ট্রফি জিতেছিলেন। এবার টস জিতলেন। ট্রফি কি জিততে পারবেন শ্রেয়স?
প্লে অফে দ্বিতীয় কোয়ালিফায়ারে যে একাদশ খেলেছিল পঞ্জাব কিংস। সেই একাদশই ধরে রাখছে দল। অর্থাৎ কাইল জেমিসন খেলছেন। একমাত্র স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহাল খেলবেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। পরে ব্যাটিংয়ের সময় প্রভসিমরণ সিংহ নামবেন ওপেনে প্রিয়াংশ আর্যর সঙ্গে। এছাড়া মিডল অর্ডারে শ্রেয়স ছাড়া রয়েছেন জশ ইংলিশ, শশাঙ্ক সিংহ, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টোইনিস। শ্রেয়সের নেতৃত্বে এবার পঞ্জাব কিংস লিগ পর্যায়ের শীর্ষে থেকে প্লে অফে পৌঁছেছিল। কিন্তু আরসিবির বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে হেরে যেতে হয়েছিল তাদের। যদিও মুম্বইকে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পঞ্জাব।
আরসিবি অন্যদিকে প্লে অফে পৌঁছেছিল পয়ন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে। রজত পাতিদারের নেতৃত্বে টুর্নামেন্টের প্রথম থেকেই এবার দুর্দান্ত ফর্মে রয়েছে আরসিবি। প্রথম কোয়ালিফায়ার জিতে সরাসরি পৌঁছে গিয়েছিল তারা ফাইনালে। বিরাট কােহলির ব্যাট আগের ম্য়াচে না চললেও অর্ধশতরান হাঁখিয়েছিলেন ফিল সল্ট। কেকেআর থেকে গত মরশুমে ফাইনাল খেলেছিলেন। এই মরশুমে আরসিবির জার্সিতে ফাইনাল খেলছেন। দুর্দান্ত ছন্দে রয়েছেন। যদিও তাঁর খেলা নিয়ে একটু অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তাঁর সদ্যোজাৎ সন্তানের পাশে থাকতে দেশে ফিরে গিয়েছিলেন। যদিও ফিরে এসেছেন ফাইনালের আগেই। দলের সঙ্গে যোগও দিয়েছেন তিনি।
বিরাট কোহলির দলের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারের সবচেয়ে বড় তুরুপের তাস হতে পারেন যুজবেন্দ্র চাহাল। এই আরসিবিই তাঁকে ছেড়ে দিয়েছিল একটা সময়ে। দীর্ঘ কয়েক বছর আরসিবির সেরা স্পিনার হিসেবে খেলেছেন। এখন জাতীয় দলে ব্রাত্য হলেও চাহালকে খেলা তাবড় তাবড় ব্যাটারদের কাছে এখনও বেশ সমস্য়ার। মাঝের ওভার গুলোতে রানের গতি কমাতে চাহালকে ব্যবহার করাবেন নিঃসন্দেহে শ্রেয়স।
এদিকে, আজকের ফাইনালে প্রাক্তন কিংস অধিনায়ক আর অশ্বিনের ভোট কিন্তু আরসিবির দিকেই। অশ্বিনের মতে ভাগ্যটা আরসিবির পক্ষেই রয়েছে এবং সেই কারণেই খেতাবও তাঁদের হাতেই উঠতে পারে। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 'আমার কেন জানি না মনে হচ্ছে আরসিবির ব্যাগে ট্রফিটা উঠেই গিয়েছে। এখনও পর্যন্ত যা হয়েছে, ওরা যেভাবে যে ফর্মে খেলছে। আমি একজন ক্রিকেটপ্রেমী। আমি বিজ্ঞানে বিশ্বাস করি, তবে ক্রিকেটার হিসাবে কিছু কুসংস্কারও রয়েছে বটে। ওরা যাদের বিরুদ্ধে মাঠে নামুক না কেন, ভাগ্য সবসময় ওদেরই পক্ষে ছিল।'