GT vs CSK Live: ৮৩ রানে জয় সিএসকের, লিগের শেষ ম্য়াচ হেরে প্রথম দুইয়ে থাকা অনিশ্চিত গিলদের

IPL 2025 GT vs CSK Update: ম্যাচের আগে দল গুজরাত শিবির নিঃসন্দেহে আত্মবিশ্বাসী থাকবে। অধিনায়ক শুভমন গিলের মুকুটে নতুন পালক যুক্ত হয়েছে গতকালই।

ABP Ananda Last Updated: 25 May 2025 07:12 PM

প্রেক্ষাপট

আইপিএলে আজ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম গুজরাত টাইটান্সের (Gujrat Titans) দ্বৈরথ। নিজেদের শেষ ম্য়াচে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে হেরে গিয়েছিল গুজরাত। যদিও তাতে কোনও ক্ষতি কিছু হয়নি। কারণ...More

GT vs CSK Live Score: ৮৩ রানে জয় সিএসকের

১৮.৩ ওভারে ১৪৭ রানেই শেষ হয়ে গেল গুজরাত টাইটান্সের ইনিংস। ৮৩ রানে জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস।