GT vs DC Live: বাটলারের বিধ্বংসী ব্য়াটিং, ঘরের মাঠ দিল্লিকে ৭ উইকেটে হারাল গুজরাত টাইটান্স
IPL 2025: আইপিএলে আজ আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের সামনে দিল্লি ক্যাপিটালস।
ABP Ananda Last Updated: 19 Apr 2025 07:45 PM
প্রেক্ষাপট
আইপিএলের পয়েন্ট টেবিলে সাপ লুডোর খেলা চলছেই। প্রতি ম্যাচ শেষেই বদলে যাচ্ছে হিসেব। কাল ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হারতে হয়েছে বিরাট কোহলিদের। আর আজ নিজেদের ঘরের মাঠে শীর্ষে ওঠার লক্ষ্য...More
আইপিএলের পয়েন্ট টেবিলে সাপ লুডোর খেলা চলছেই। প্রতি ম্যাচ শেষেই বদলে যাচ্ছে হিসেব। কাল ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হারতে হয়েছে বিরাট কোহলিদের। আর আজ নিজেদের ঘরের মাঠে শীর্ষে ওঠার লক্ষ্য নিয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে গুজরাত টাইটান্স। আমদাবাদে স্টেডিয়ামে একেবারে নতুনভাবে গড়ে উঠেছে। স্টেডিয়ামের দর্শকদের জন্য এসি, ফ্যানের বন্দোবস্ত করা হয়েছে। গুজরাতে প্রবল গরম বেড়েছে। আর তার জন্যই সমর্থকদের কথা ভেবে অভিনব কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শকদের জন্য। থাকছে পর্যাপ্ত জল, ওআরএস, ঠাণ্ডা পানীয় ও সঙ্গে সরবৎও থাকছে। এছাড়া বড় জায়ান্ট স্ক্রিনও লাগানো হচ্ছে স্টেডিয়ামের পার্শ্ববর্তী এলাকায়। গুজরাত টাইটান্স এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। এখনও পর্যন্ত ৬ ম্য়াচের মধ্যে ৪টি ম্য়াচ জিতে নিয়েছে শুভমন গিলের দল। আবার দিল্লি ক্যাপিটাসস এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ঠিক গুজরাতের আগেই রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অক্ষর পটেলের দল। ঘরের মাঠে আজ নামার আগে গুজরাত অবশ্য লখনউয়ের বিরুদ্ধে হেরে আসছে। কিন্তু সেটি অ্য়াওয়ে ম্য়াচ ছিল। আজ ঘরের মাঠে, চেনা সমর্থক, চেনা পরিবেশে লড়াই। ক্যাপ্টেন শুভমন গিল অবশ্য়ই চাইবেন রানে ফিরতে। এখনও পর্যন্ত বিরাট পরবর্তী ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়ের থেকে সেভাবে পারফরম্য়ান্স দেখা যায়নি এই মরশুমে। টুর্নামেন্টের অর্ধেক প্রায় হয়েই গিয়েছে। প্লে অফ ও ফাইনালের দৌড়ে টিকে থাকতে গিলের রানে ফেরা খুব গুরুত্বপূর্ণ গুজরাত শিবিরের জন্য। তবে সাই সুদর্শন ও জস বাটলারের ফর্ম কিছুটা ঢেকে দিয়েছে গিলের অফফর্মকে। বোলিং ডিপার্টমেন্টে প্রসিদ্ধ কৃষ্ণ এই মরশুমে নতুন দলের জার্সিতে দারুণ পারফর্ম করছেন। প্রতি ম্যাচেই কমবেশি উইকেট তুলে নিচ্ছেন তিনি। সঙ্গে সিরাজ, রশিদ খানরা তো আছেনই। আগের ম্য়াচে নিকোলাস পুরাণের বিরুদ্ধে অসহায় মনে হয়েছিল সাই কিশোরকে। তবে তিনি কিন্তু গোটা টুর্নামেন্টে প্রয়োজনের সময় গুজরাতের ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন বল হাত।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
GT vs DC Live Score: অপরাজিত ৯৭ বাটলারের, দিল্লি বধ গুজরাতের
শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল। আজ আর সেই রান আটকাতে পারলেন না মিচেল স্টার্ক। স্টার্কের প্রথম দুই বলেই ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে ম্য়াচ শেষ করলেন রাহুল তেওয়াটিয়া। দিল্লিকে ৭ উইকেটে হারিয়ে দিল গুজরাত টাইটান্স। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল শুভমন গিলের দল। ৯৭ রানে অপরাজিত থাকলেন জস বাটলার।