GT vs DC Live: বাটলারের বিধ্বংসী ব্য়াটিং, ঘরের মাঠ দিল্লিকে ৭ উইকেটে হারাল গুজরাত টাইটান্স

IPL 2025: আইপিএলে আজ আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের সামনে দিল্লি ক্যাপিটালস।

ABP Ananda Last Updated: 19 Apr 2025 07:45 PM

প্রেক্ষাপট

 আইপিএলের পয়েন্ট টেবিলে সাপ লুডোর খেলা চলছেই। প্রতি ম্যাচ শেষেই বদলে যাচ্ছে হিসেব। কাল ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হারতে হয়েছে বিরাট কোহলিদের। আর আজ নিজেদের ঘরের মাঠে শীর্ষে ওঠার লক্ষ্য...More

GT vs DC Live Score: অপরাজিত ৯৭ বাটলারের, দিল্লি বধ গুজরাতের

শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল। আজ আর সেই রান আটকাতে পারলেন না মিচেল স্টার্ক। স্টার্কের প্রথম দুই বলেই ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে ম্য়াচ শেষ করলেন রাহুল তেওয়াটিয়া। দিল্লিকে ৭ উইকেটে হারিয়ে দিল গুজরাত টাইটান্স। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল শুভমন গিলের দল। ৯৭ রানে অপরাজিত থাকলেন জস বাটলার।