গুয়াহাটি: আইপিএলের উদ্বোধনী ম্য়াচেই কেকেআর খেলতে নেমেছিল নিজেদের ঘরের মাঠে। কিন্তু সেই ম্য়াচ হারতে হয়েছিল তাঁদের। আরসিবির বিরুদ্ধে ম্য়াচে হার থেকে শিক্ষা নিয়েই আজ নিজেদের দ্বিতীয় ম্য়াচে কেকেআর মাঠে নামতে চলেছে। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের বদলে যে দলের নেতৃত্বভার এই মুহূর্তে সামলাচ্ছেন রিয়ান পরাগ। এই ফ্র্য়াঞ্চাইজিও তাঁদের প্রথম ম্য়াচে হেরে গিয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচ হারতে হয়েছিল রাজস্থানকে। তবে তাঁদের কাছে সেটি অ্য়াওয়ে ম্য়াচ ছিল। রাজস্থান এদিন একদিকে যেমন তাঁদের প্রথম হোম ম্য়াচ খেলতে নামছে, অন্য়দিকে তেমনই কেকেআর তাঁদের প্রথম অ্যাওয়ে ম্য়াচ খেলতে নামছে এদিন।


কাদের ম্যাচ?


আজ ২৬ মার্চ, বুধবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস দ্বৈরথ


কোথায় হবে কেকেআর বনাম রাজস্থান ম্যাচ?


ম্য়াচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে


কখন শুরু হবে কেকেআর বনাম রাজস্থান ম্য়াচ?


বুধবার সন্ধে ৭.৩০ থেকে শুরু হবে এই ম্য়াচটি। তার ৩০ মিনিট আগে টস হবে


কোথায় দেখবেন কেকেআর বনাম রাজস্থান ম্যাচ?


আইপিএলে কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচটি দেখা যাবে স্টার স্পোর্টসে


অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?


টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টারে দেখা যাবে এই ম্য়াচ


কেকেআরের প্রথম ম্য়াচে বোলিং লাইন আপ একেবারেই আশানরুপ পারফর্ম করতে পারেনি। এমনকী ব্যাটিং বিভাগেও ২৩.৭৫ কোটির প্লেয়ার বেঙ্কটেশ আইয়ারের পারফরম্য়ান্স ছিল একেবারেই খারাপ। কিছুটা প্লাস পয়েন্ট হতে পারে অজিঙ্ক রাহানের ব্যাটিং। মুস্তাকে দুরন্ত পারফর্ম করেছিলেন। সেই ফর্মই ধরে রেখেছেন কেকেআর অধিনায়ক। তবে তাঁর আগের ম্য়াচের কিছু নেতৃত্বের ভুল সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে।


ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ বলেন, 'অসম তো আমাদের দ্বিতীয় ঘর, কলকাতার থেকে গুয়াহাটির দূরত্বটাই বা কত! দুই জায়গায়র মধ্যে ভাষাগত মিলও রয়েছে। এখানে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব।' তবে কেকেআরের উদ্বেগ বাড়াবে দলের মিডল অর্ডারের ব্যর্থতা। প্রথম ম্যাচে শুরুটা ভাল করেও রাসেল, রিঙ্কু, বেঙ্কটেশ আইয়ারদের ব্যর্থতার জেরে দু'শোর গণ্ডি পার করতে ব্যর্থ হয় নাইট শিবির। যদিও সেই পরাজয় নিয়ে উদ্বিগ্ন নন ভরত। তাঁর মতে প্রথম ম্যাচে জয় দিয়ে সকলেই শুরু করতে চাইলে, এক ম্যাচ হার উদ্বেগের কারণ নয়।