LSG vs SRH Live: হায়দরাবাদের বিরুদ্ধেও হার, প্লে অফে ওঠার স্বপ্ন শেষ লখনউ সুপারজায়ান্টসের

IPL 2025: আইপিএলে আজ নিজেদের ঘরের মাঠে লখনউ সুপারজায়ান্টস মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। এক ক্লিকেই দেখে নিন ম্য়াচের গুরুত্বপূর্ণ সব মুহূর্তের আপডেট।

ABP Ananda Last Updated: 19 May 2025 11:58 PM

প্রেক্ষাপট

আইপিএলে আরও একটা হাড্ডাহাড্ডি মহারণ আজ। মুখোমুখি লখনউ সুপারজায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থের নেতৃত্বে এবারের মরশুমে লখনউ আইপিএলে খেলছে। অন্যদিকে প্যাট কামিন্সের হায়দরাবাদ প্লে...More

LSG vs SRH Live Update: ম্য়াচ হেরে প্লে অফের আশা শেষ লখনউয়ের

৬ উইকেটে লখনউ বধ হায়দরাবাদের। আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেন পন্থরা।