LSG vs SRH Live: হায়দরাবাদের বিরুদ্ধেও হার, প্লে অফে ওঠার স্বপ্ন শেষ লখনউ সুপারজায়ান্টসের
IPL 2025: আইপিএলে আজ নিজেদের ঘরের মাঠে লখনউ সুপারজায়ান্টস মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। এক ক্লিকেই দেখে নিন ম্য়াচের গুরুত্বপূর্ণ সব মুহূর্তের আপডেট।
ABP Ananda Last Updated: 19 May 2025 11:58 PM
প্রেক্ষাপট
আইপিএলে আরও একটা হাড্ডাহাড্ডি মহারণ আজ। মুখোমুখি লখনউ সুপারজায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থের নেতৃত্বে এবারের মরশুমে লখনউ আইপিএলে খেলছে। অন্যদিকে প্যাট কামিন্সের হায়দরাবাদ প্লে...More
আইপিএলে আরও একটা হাড্ডাহাড্ডি মহারণ আজ। মুখোমুখি লখনউ সুপারজায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থের নেতৃত্বে এবারের মরশুমে লখনউ আইপিএলে খেলছে। অন্যদিকে প্যাট কামিন্সের হায়দরাবাদ প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও এখন লড়াই চালিয়ে যাচ্ছে তারা যাতে পয়েন্ট টেবিলে সবার নীচে না থাকতে হয়। এই পরিস্থিতিতে নিঃন্দেহে লখনউয়ের সামনে আজকের ম্য়াচ অনেকটা ডু অর ডাই বলা যেতে পারে। এই ম্য়াচে ব্যাট হাতে বড় রান পেতে মরিয়া চেষ্টা করবেন ঋষভ পন্থ। মোটা অর্থের চাপ। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে এবারের আইপিএলে একেবারেই ব্যাটে রান নেই পন্থের। ১০টি ইনিংসে ব্যাট করতে নেমে একটি অর্ধশতরান। ছয়টি ইনিংসে দু অঙ্কের স্কোরই করতে পারেননি। ব্যাটিং অর্ডারে এত নীচের দিকে নামছেন যে দলের কোনও কাজেই আসছেন না। ময়ঙ্ক যাদব ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে কিউয়ি প্লেয়ার উইল ও রুরকি খেলতে পারেন। সানরাইজার্স হায়দরাবাদের ঈশান কিষাণ ও মহম্মদ শামির অফফর্ম চিন্তার কারণ কমলা ব্রিগেডের। তবে যেহেতু টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে হায়দরাবাদ। তাই তারা এই ম্য়াচে নতুন প্লেয়ার খেলাতে পারে। এছাড়া ট্রাভিস হেডের কোভিড হয়েছে।এখনও পর্যন্ত মোট পাঁচবার এই দুটো দল আমনে সামনে হয়েছে। তার মধ্য়ে লখনউ ৪ বার জয় ছিনিয়ে নিয়েছে। হায়দরাবাদ একটি মাত্র ম্যাচে জিততে পেরেছে। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতেও লখনউ ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
LSG vs SRH Live Update: ম্য়াচ হেরে প্লে অফের আশা শেষ লখনউয়ের
৬ উইকেটে লখনউ বধ হায়দরাবাদের। আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেন পন্থরা।