MI vs DC Live: ৫৯ রানে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফে জায়গা পাকা করল মুম্বই, ছিটকে গেল দিল্লি

IPL 2025: একইভাবে প্লে অফের দৌড়ে থাকতে জিততেই হবে দিল্লিকে। বাকি দুই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে অক্ষর পটেলদের।

ABP Ananda Last Updated: 21 May 2025 11:18 PM

প্রেক্ষাপট

মুম্বই: বুধবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। জিতলে হার্দিক পাণ্ড্যদের পয়েন্ট হবে ১৩ ম্যাচে ১৬। সেক্ষেত্রে দিল্লি শেষ ম্যাচে জিতলেও সর্বোচ্চ ১৫ পয়েন্ট পাবে। ছিটকে যাবে প্লে...More

MI vs DC Live Update: ম্য়াচ জিতে প্লে অফে জায়গা পাকা করল মুম্বই

৫৯ রানে দিল্লিকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফে জায়গা পাকা করে নিল হার্দিক পাণ্ড্যর দল। দৌড় থেকে ছিটকে গেল দিল্লি।