জয়পুর: ঘরের মাঠে আজ রাজস্থান রয়্যালস খেলতে নামছে শক্তিশালী গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা হাল তাতে রিয়ান পরাগের দল প্লে অফে যাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছে বলাই যায়। তবুও বাকি ম্যাচগুলো জিতে কিছুটা সম্মানরক্ষা করার লড়াই এবার রাজস্থানের সামনে। আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে রয়্যালসরা। ঘরের মাঠে এর আগে শেষ ম্য়াচ খেলার পর টানা তিনটি ম্য়াচ হারতে হয়েছে রাজস্থানকে। এখনও খাতায় কলমে অনেক জটিল অঙ্কে পৌঁছানোর সুযোগ থাকলেও দ্রাবিড় অ্য়ান্ড কোং সেই সবে নিশ্চিতভাবেই তাকাতে চাইবেন না।

সোয়াই মানসিং স্টেডিয়ামে আজকের ম্য়াচটি অবশ্যই রাজস্থানের জন্য আত্মবিশ্বাস ফেরানোরও ম্য়াচ। তিনটি ম্যাচ জয়ের খুব কাছ থেকে খোয়াতে হয়েছে। দলের ব্যাটিং, বোলিং বিভাগে গলদ রয়েই গিয়েছে। বিশেষ করে অধিনায়ক রিয়ান পরাগের দায়িত্বহীনতার খেসারত দিতে হচ্ছে গোটা শিবিরকে। এছাড়া জোফ্রা আর্চার দলের একমাত্র পেস বোলাার যাকে খেলতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপকে। 

 

জয়পুরের যে পিচে খেলা হবে, সেখানে রান করা অত সহজ নয়। ব্যাটার ও বোলারদের লড়াই নিঃসন্দেহে দেখতে পাওয়া যাবে এই মাঠে। তবে প্রথমে ব্যাটিং করতে নামবে ১৭০-১৯০ এর মধ্যে রান বোর্ডে তুললে কিছুটা অ্য়াডভান্টেজ পাওযা যাবে। এখনও পর্যন্ত গুজরাত ও রাজস্থান পরস্পরের মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে শুভমন গিলের দল। সাতবারের মধ্যে ৬ বারই জিতে নিয়েছে তারা। ১ বার মাত্র জয় পেয়েছে রাজস্থান। 

 

এবারের আইপিএলে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে প্রথম চারে রয়েছে আরসিবি, গুজরাত, মুম্বই ও দিল্লি। আরসিবি প্রথম দল হিসেবে গতকাল জয়ের পর ১৪ পয়েন্ট ঝুলিতে পুরে শীর্ষে জায়গা করে নিয়েছে। তবে আজ রাজস্থানকে হারিয়ে দিলে গুজরাত টাইটান্স ১৪ পয়েন্ট নিয়ে রান রেট বেশি রেখে আরসিবিকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে আসবে।