RR vs GT Live: বৈভবের শতরান, জয়সওয়ালের অর্ধশতরান, গুজরাতকে হারাল রাজস্থান

IPL 2025: আইপিএলে আজ রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে রিয়ান পরাগের দলের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত টাইটান্স

ABP Ananda Last Updated: 28 Apr 2025 11:03 PM

প্রেক্ষাপট

আইপিএলে আজ দুই ইংরেজের মুখোমুখি মহারণ। আগে ২ জনই রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) খেলতেন। কিন্তু চলতি মরশুম শুরুর আগে জস বাটলারকে ছেড়ে দেয় রয়্যালস শিবির। জাতীয় দলের সতীর্থ জোফ্রা আর্চারের...More

RR vs GT Live Score: গুজরাতকে হারাল রাজস্থান

৭০ রান করে অপরাজিত থাকলেন জয়সওয়াল। ১৫ বলে ৩২ রানে নট আউট থাকলেন রিয়ান পরাগ। ৮ উইকেটে গুজরাতকে হারিয়ে দিল রাজস্থান।