RR vs RCB Live: সল্ট, বিরাটের অর্ধশতরান, ১৫ বল বাকি থাকতেই রাজস্থান বধ আরসিবির

IPL 2025: আজ নিজেদের ঘরের মাঠে রাজস্থান রয়্যালস মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। কোন দল শেষ হাসি হাসবে?

ABP Ananda Last Updated: 13 Apr 2025 06:48 PM

প্রেক্ষাপট

জয়পুর: আইপিএলের উদ্বোধনী মরশুমেই শেন ওয়ার্নের নেতৃত্বে টুর্নামেন্টে জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস। অন্য়দিকে গত সতেরাে মরশুম ধরে টুর্নামেন্টে খেলার পরও একবারও শিরোপা জিততে পারেনি রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিবার নিলাম থেকে...More

RR vs RCB Live Score: ১৫ বল বাকি থাকতেই ম্য়াচ জিতল আরসিবি

১৭.৩ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল আরসিবি। ৬২ রানে অপরাজিত থাকলেন বিরাট কোহলি। ২৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকলেন দেবদত্ত পড়িক্কল।