বেঙ্গালুরু: আইপিএল এবার আরসিবি (RCB) দুর্দান্ত ছন্দে। পয়েন্ট টেবিলে ১১ ম্যাচের পর ঝুলিতে ১৪ পয়েন্ট। আর একটি জয় মানেই প্লে অফ নিশ্চিত প্রায়। তবে এই পরিস্থিতিতে শনিবার চিন্নাস্বামীতে ঘরের মাঠে বিরাট শিবিরের সামনে বড় বাধা কিন্তু প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) নয়। বড় বাধা হয়ে উঠতে পারে আবহাওয়া, বৃষ্টি। আর যার জন্য, খেলায় পণ্ড হয়ে যেতে পারে।

আসলে গত দু দিন ধরে বেঙ্গালুরুতে টানা বৃষ্টি হচ্ছে। যেই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা শনিবারও। ইন্ডিয়ান মেটেরোলজিকাল বিভাগের তরফে জানানো হয়েছে, "খারাপ আবহাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ঝড়ও হতে পারে হালকা বিকেল বিকেল বা সন্ধের দিকে।" সিএসকের ম্যাচের আগের দিন অনুশীলনেও বৃষ্টি ব্যাঘাত সৃষ্টি করেছে। বিকেল ৩টের সময় ধোনি বাহিনী অনুশীলনে নামলেও মাত্র ৪৫ মিনিটই অনুশীলন করতে পেরেছিলেন তারা। এরপরই বৃষ্টি শুরু হয়। যার জন্য ৪.৩০টায় মাঠ ছাড়তে হয় চেন্নাই শিবিরকে।

এরপর আরসিবি শিবির বিকেল পাঁচটার সময় অনুশীলনে নেমেছিল। কিন্তু তারাও ৪৫ মিনিটের বেশি অনুশীলন করতে পারেনি। বিরাট কোহলি ও দেবদত্ত পড়িক্কল ৪৫ মিনিটের মত ব্যাটিং অনুশীলন সেরেছিলেন। কিন্তু এরপরই বৃষ্টি নামে। ফলে আর অনুশীলন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

 

চেন্নাই সুপার কিংস আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। বাদবাকি ম্য়াচগুলো তাদের কাছে এখনও পুরোপুরি নিয়মরক্ষার হয়ে দাঁঢ়িয়েছে। অন্য়দিকে আরসিবি যদি আজকে হোমম্য়াচে জিততে পারে, তবে প্রথম দল হিসেবে চলতি টুর্নামেন্টে ১৬ পয়েন্ট ঝুলিতে পুরতে পারবে। তবে গত মাসেও বেঙ্গালুরুতে বৃষ্টির জন্য খেলা বিঘ্নিত হয়েছিল। ১৪ ওভারের ম্যাচ হয়েছিল আরসিবি ও পঞ্জাবের মধ্যে। 

আগের ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধেও হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই ম্য়াচে ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন স্য়াম কারান। বোর্ডে ১৯০ রান তুলেও ম্য়াচ বাঁচাতে পারেননি ধোনিরা। পঞ্জাব ৪ উইকেট ম্য়াচ জিতে নিয়েছিল। আজকের ম্য়াচে বিরাট বাহিনীকে একটা ধাক্কা দেওয়া সম্ভব হবে ধোনিদের জন্য?

আরও পড়ুন: আম্পায়ারদের সঙ্গে তুমুল কথা কাটাকাটি, কী হয়েছিল শুভমন গিলের?