বেঙ্গালুরু: পুরোনো ২ বন্ধুর আজ মুখোমুখি লড়াই। আইপিএলে এতদিন বিরাট কোহলি ও মহম্মদ সিরাজকে দেখা গিয়েছিল একই দলের জার্সিতে খেলতে নামতে। একসঙ্গে গেমপ্ল্যান সাজাতেন তাঁরা। বিরাটের নেতৃত্বে বল হাতে আরসিবির জার্সিতে প্রচুর ম্যাচ জিতিয়েছেন সিরাজ। কিন্তু এবার ছবিটা আলাদা। সিরাজকে আরসিবি রাখেনি দলে। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স। আজ আইপিএলে সেই সিরাজ নামছেন বিরাটের বিরুদ্ধে। আরসিবি বনাম গুজরাত আরও একটা হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে বুধবার।
আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?
আইপিএলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্সের লড়াই
কোথায় খেলা হবে আরসিবি বনাম গুজরাত দ্বৈরথ?
আরসিবির ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে আজকের খেলাটি
কখন শুরু হবে আরসিবি বনাম গুজরাত লড়াই?
আজ, ২ এপ্রিল, বুধবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে
কোথায় দেখবেন আরসিবি বনাম গুজরাত ম্যাচ?
আইপিএলে আরসিবি বনাম গুজরাত ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে আরসিবি বনাম গুজরাত ম্যাচ।
এবারের নিলাম থেক বেঙ্গালুরু একেবারে বেছে বেছে প্লেয়ার তুলেছে। ফিল সল্ট, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউডের মত ম্য়াচ জেতানো পারফরম্য়ান্স যাঁদের তাঁদের দলে নিয়েছে। সল্টকে কেকেআর ছেড়ে দেওয়ার পর আরসিবি শিবিরে ঢুকে প্রথম ম্য়াচেই কেকেআরের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেছেন। এছাড়াও এবার আরসিবির রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী। ভুবনেশ্বরের মত প্লেয়ারকেও প্রথম ম্য়াচে বসে থাকতে হয়েছিল।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম সাধারণত হাইস্কোরিং ম্য়াচের জন্য বিখ্যাত। তবে আজকের ম্য়াচে দুটো শিবিরেই তারকা সমৃদ্ধ বোলিং লাইন আপ রয়েছে। স্পিন আক্রমণে আরসিবি জার্সিতে এবার খেলছেন সুয়াশ শর্মা। আগের মরশুমে এই সুয়াশ ছিলেন কেকেআর শিবিরেই। তবে গুজরাত শিবিরে এবার কাগিসো রাবাডার মত পেসারকেও নেওয়া হয়েছে। তবে গুজরাতের ওপেনিংয়ে সাই সুদর্শনের ফর্ম নিঃসন্দেহে তাঁদের প্লাস পয়েন্ট। এছাড়া জস বাটলার তো যে কোনও দিন ম্য়াচ উইনার।