বেঙ্গালুরু: আইপিএলের ফাইনালে একমাত্র দল হিসেবে জায়গা পাকা করে নিয়েছে আরসিবি। আগামী ৩ জুন আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া আরসিবির অবশ্য কিছুটা চাপ বাড়বে এই মাঠে খেলতে নামার আগে। তা কিন্তু কোনও প্রতিপক্ষের জন্য নয়। সমস্যা এই মাঠ নিয়েই। 

Continues below advertisement

আসলে এই নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ৬ বার খেলতে নেমেছে আরসিবি। মোট ৩ বার জয় ছিনিয়ে নিয়েছে বিরাট বাহিনী এই মাঠে। তিনবার ম্য়াচ হারতে হয়েছে এখানে। যদিও জয় ও হারের পরিমাণ সমান সমান, তব সাম্প্রতিক সময়ের ফলাফল কিন্তু বিরাটদের জন্য খুব একটা সুখকর নয়। কারণ শেষ চারবার এই মাঠে খেলতে নেমে তিনবারই হারতে হয়েছে বিরাট বাহিনীকে। মাত্র একটি ম্য়াচ জিততে পেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

২০০৯, ২০১১, ২০১৬ সালের পর এবার আইপিএের ফাইনালে পৌঁছেছে আরসিবি। ২০০৯ সালে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির (ডেকান চার্জার্স) বিরুদ্ধে ৬ রানে হেরে গিয়েছিল আরসিবি। ২০১১ সালে ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয় ফাইনালে। ২০১৬ সালে আরসিবি দুর্দান্ত ছন্দে ছিল গোটা মরশুমে। সেবারও তীরে এসে তরী ডুবেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮ রানে হেরে। এবার কি হবে?

Continues below advertisement

আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩ জুন ফাইনালে খেলতে নামবে আরসিবি। এবিডি আগেই জানিয়েছিলেন যে আরসিবি যদি ফাইনালে ওঠে, তবে তিনি ম্য়াচ দেখতে ভারতে আসবেন। বিরাটদের হয়ে গলা ফাটাবেন। সেই কথা মত প্রাক্তন প্রোটিয়া অধিনায়কের আমদাবাদের ফাইনালের দিন স্ট্যান্ডা থাকার কথা। তার আগে এক সাক্ষাৎকারে এবিডি জানিয়েছেন, ''আরসিবি এবার ধারাবাহিকভাবে টুর্নামেন্টের শুরু থেকে ভাল খেলে আসছে। ব্যাটিং, বোলিং সব বিভাগেই বেশ ভারসাম্য় রয়েছে দলটার। তার ফলও মিলেছে প্রতি ম্য়াচে। আমি অত্যন্ত খুশি যে আরসিবি ফাইনালে পৌঁছেছে তাতে। আমি আশা রাখি যে এবারের মরশুমটা যেন আরসিবিরই হয়। আমি নিশ্চিত বিরাটের হাতেই ট্রফি উঠবে এবার।''

দিল্লির জার্সিতে আইপিএলে অভিষেক হলেও আরসিবির জার্সিতেই ২০১১ মরশুম থেকে ২০২১ মরশুম পর্যন্ত খেলেছিলেন এবি ডিভিলিয়ার্স। প্রোটিয়া কিংবদন্তি ক্রিকেটার আইপিএলের বেশিরভাগ সময়টাই বিরাট কোহলির নেতৃত্বে আরসিবিতে খেলেছেন। কোহলির সঙ্গে বন্ধুত্বও গাঢ় এবিডির। বন্ধুর হয়ে গলা ফাটাতে ৩ জুন স্টেডিয়ামে দেখা যাবে এবিডিকে।