লখনউ: আগামী ৪ এপ্রিল মুম্বই বনাম লখনউ সুপারজায়ান্টস (Mumbai Indians vs Lucknow Supergiants) দ্বৈরথ। লখনউয়ের একানা স্টেডিয়ামে খেলতে নামবে হার্দিক পাণ্ড্যর দল। তার আগে লখনউয়ের অযোধ্যার রামমন্দির দর্শনে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, দীপক চাহার, করণ শর্মারা। সঙ্গে ছিলেন সূর্যকুমার ও দীপকের স্ত্রীরাও। মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার এই ছবিটি পোস্ট করা হয়েছে।
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটো ম্য়াচ পরপর হারলেও কেকেআরের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্য়াচে কলকাতার বিরুদ্ধে আট উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ১১৭ রান তাড়া করতে নেমেছিল মুম্বই। সেখানে ৯ বলে ঝোড়ো ২৭ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। তাঁর শটেই জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
সেদিন ম্য়াচে মাত্র ৩৩ বলে হাফসেঞ্চুরি করলেন রিকেলটন। ৪১ বলে ৬২ রানে অপরাজিত রইলেন তিনি। রোহিত বড় রান পাননি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে তাঁকে খেলাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর ইনিংসের ১৫তম ওভারে মাঠে নামানো হয় ভিগনেশ পুথুরের পরিবর্ত হিসাবে। ১২ বলে ১৩ রান করে ফিরলেন রোহিত। আন্দ্রে রাসেলের বলে। কেকেআর শিবিরে যেন প্রাণের সঞ্চার হল কিছুটা।
কিন্তু সেই আলো নিভে যেতেও সময় লাগেনি। উইল জ্যাকস ১৬ রান করলেন। তবে নাইটদের মেরুদণ্ড ভেঙে দিলেন সূর্যকুমার যাদব। ৯ বলে ২৭ রান করে অপরাজিত রইলেন স্কাই। তাঁর ব্যাট থেকে বেরল থ্রি সিক্সটি ডিগ্রি শট। ১২.৫ ওভারে লক্ষ্যপূরণ মুম্বইয়ের। এত বেশি বল বাকি থাকতে হারল কেকেআর যে, রান রেটের নিরিখে নেমে যেতে হল পয়েন্ট টেবিলে সকলের শেষে, ১০ নম্বরে। আজ কেকেআর তাদের ঘরের মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কেকেআর চেষ্টা করবে এদিন ঘরের মাঠে ম্য়াচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে চাইবে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর দ্বিতীয় ম্য়াচে রাজস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় কেকেআর। পরের ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে হারে নাইট শিবির।