বেঙ্গাুলুরু: দুরন্ত গতিতে এগিয়ে চলেছে আরসিবি এবারের আইপিএলে। গত ১৭ মরশুমে একবারও খেতাব ঘর তুলতে পারেনি এই দলটি। কিন্তু এবার টুর্নামেন্টে এখনও পর্যন্ত যেভাবে খেলা এগােচ্ছে তাতে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই আরসিবিকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলছেন।  আজ ঘরের মাঠে আরও একটা মহারণ। তাঁরা মুখোমুখি হতে চলেছে এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত একমাত্র দল দিল্লি ক্যাপিটালসের। আর সেই ম্য়াচেই বিরাট কোহলির সামনে নতুন রেকর্ড গড়ার হাতছানি। এখনও পর্যন্ত এবারের আইপিএলে ৪ ম্য়াচে ১৬৪ রান করেছেন ৫৪.৬৬ গড়ে। ১৪৩.৮৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন কিং কোহলি। ঝুলিতে আছে দুটো অর্ধশতরানও। ওপেনিংয়ে নেমে ধারাবাহিক ভাবে রান করে যাচ্ছেন তিনি। 

এখনো পর্যন্ত আইপিএলের ইতিহাসে গত আঠারো মরশুম ধরে খেলে বিরাট ৯৯৮ বার বাউন্ডারি লাইনের বাইরে বের করেছেন বল। তার মধ্যে ৭২০টি চার ও ২৭৮টি ছক্কা রয়েছে। অর্থাৎ এখন মাত্র দুটো বাউন্ডারি বা দুটো ছক্কা বা একটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকালেই আইপিএলের ইতিহাসে প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে ১০০০ বাউন্ডারি হাঁকানোর নজির গড়বেন ডানহাতি ব্যাটার।

এই তালিকায় বিরাটের ধারেকাছে এই মুহূর্তে কেউ নেই। দ্বিতীয় স্থানে শিখর ধবন (৯২০) তৃতীয় স্থানে ডেভিড ওয়ার্নার (৮৯৯) দুজনেই খেলা ছেড়ে দিয়েছেন। অর্থাৎ তাঁদের বিরাটকে টেক্কা দেওয়ার সম্ভাবনাও নেই। রোহিত শর্মা এই তালিকায় এখনও পর্যন্ত ৮৮৫ বার বাউন্ডারির বাইরে বল পাঠিয়েছেন।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে কিন্তু আরসিবিই পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে এবং বেশ খানিকটা এগিয়ে। দিল্লির বিরুদ্ধে ৩১ ম্যাচে মুখোমুখি হয়ে বিরাট কোহলিরা মোট ১৯টি ম্যাচ জিতেছেন। সেখানে দিল্লি জিতেছে ১১টি ম্যাচ। এক ম্যাচের কোনও ফলাফল বের হয়নি। এমনকী বিগত পাঁচ সাক্ষাৎকারেরও চারটি গিয়েছে আরসিবির পক্ষেই। চিন্নাস্বামীতে ১২ ম্যাচে দিল্লির জয়ের সংখ্যা মাত্র চারটি। অর্থাৎ অতীত পরিসংখ্যান আরসিবির পক্ষেই। তবে এবার সেই পরিসংখ্যান পিছনে ফেলে জয়ের লক্ষ্যেই নামবে অপরাজেয় দিল্লি। চিন্নাস্বামী মানেই ছোট মাঠ, সুন্দর বাউন্স এবং গতি, এক কথায় ব্যাটারদের স্বর্গরাজ্য। এই ম্যাচেও এর অন্যথা হওয়ার সম্ভাবনা নেই। তবে দ্বিতীয় ইনিংসের শুরুর দিকে ফাস্ট বোলাররা কয়েক ওভার বল স্যুইং করার সুবিধা পেলেও পেতে পারেন। তাই এক হাই স্কোরিং ম্যাচের প্রবল সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেেলস অলিম্পিক্সে ক্রিকেটে কতগুলো দল অংশগ্রহণ করবে?