CSK vs MI Live: ৪ উইকেটে মুম্বই বধ সিএসকের, বল হাতে নজর কাড়লেন তরুণ ভিগনেশ
IPL 2025: রুতুরাজ গায়কোয়াড গত দুটো মরশুম ধরে সিএসকের নেতৃত্বভার সামলাচ্ছেন। অন্য়দিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামবে এই ম্য়াচে মুম্বই।
৪ উইকেটে মুম্বই বধ চেন্নাই সুপার কিংসের। ৬৫ রানের অপরাজিত ইনিংস খেললেন রাচিন রবীন্দ্র।
শেষ ৬ ওভারে ৪০ রান প্রয়োজন চেন্নাইয়ের মুম্বইয়ের বিরুদ্ধে জিততে। হাতে রয়েছে এখনও ৭ উইকেট।
আরও একটি শিকার ভিগনেশ পুথুর। শিবম দুবে ৯ রান করে ফিরে গেলেন ভিগনেশের শিকার হয়ে।
অর্ধশতরান হাঁকানোর পরই আউট হলেন রুতুরাজ গায়কােয়াড। নিজের প্রথম আইপিএল উইকেট পেলেন ভিগনেশ পুতুর।
২২ বলে অর্ধশতরান পূরণ করলেন রুতুরাজ গায়কোয়াড। নিজের আইপিএল কেরিয়ারের দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেললেন সিএসকে অধিনায়ক।
পাওয়ার প্লে শেষে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৬২ রান তুলে নিল চেন্নাই সুপার কিংস।
রান তাড়া করতে নেমে এক উইকেট হারাল চেন্নাই সুপার কিংস। রাহুল ত্রিপাঠীকে ফিরিয়ে দিলেন দীপক চাহার।
২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান বোর্ডে তুলল মুম্বই ইন্ডিয়ান্স। লোয়ার অর্ডারে ক্যামিও ১৫ বলে ২৮ রানের ইনিংস খেললেন দীপক চাহার।
একের পর এক উইকেটের পতন মুম্বই ইন্ডিয়ান্সের। আফগান স্পিনার নূর আহমেদ একাই ৪ উইকেট নিয়ে নিলেন। মুম্বইয়ের ৭ উইকেটের পতন
দুরন্ত রিফ্লেক্স উইকেটের পেছনে এখনও। নূর আহমেদের বলে স্ট্য়াম্প আউট হলেন সূর্যকুমার যাদব।
চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রত্যাবর্তনেই উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বলে ১১ রান করে ফিরে গেলেন উইল জ্যাকস। মুম্বইয়ের তৃতীয় উইকেটের পতন
মুম্বইয়ের দ্বিতীয় উইকেটের পতন। এবার রিয়ান রিকেলটনের উইকেট তুলে নিলেন খলিল আহমেদ। মুম্বইয়ের স্কোর ৩ ওভারে ২১/২।
প্রথম ওভারেই বড় ধাক্কা খেল মুম্বই শিবির। খলিল আহমেদের বলে শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রোহিত শর্মা। খাতাই খুলতে পারলেন না তিনি।
ব্যাট হাতে ওপেনে নামলেন রোহিত শর্মা, রিয়াল রিকেলটনরা। বল হাতে দেখা গেল চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রথম ম্য়াচ খেলতে নামা খলিল আহমেদ।
আগের মরশুমে মুম্বইয়ের শেষ ম্য়াচে স্লো ওভার রেটের জন্য এবারের মরশুমে প্রথম ম্য়াচে হার্দিক পাণ্ড্যকে পাবে না মুম্বই। সূর্যকুমার যাদব প্রথম ম্য়াচে নেতৃত্বভার সামলাচ্ছেন।
ঘরের মাঠে টস জিতে চেন্নাই সুপার কিংস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিল্ডিং নিল। সিএসকের চারজন বিদেশি হলেন নূর আহমেদ, নাথান এলিস, রাচিন রবীন্দ্র ও স্য়াম কারান। মুম্বই ইন্ডিয়ান্সের চার বিদেশি হলেন স্যান্টনার, রিকলেটন, জ্যাকস ও বোল্ট।
প্রেক্ষাপট
চেন্নাই: ধোনির নেতৃত্বে সিএসকে ও রোহিতের নেতৃত্বে মুম্বই শিবির চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু বর্তমানে এই দুটো দলই আর ধোনি ও রোহিতের নেতৃত্বে খেলছে না। এই পরিস্থিতিতে দুটো দলই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে। রুতুরাজ গায়কোয়াড গত দুটো মরশুম ধরে সিএসকের নেতৃত্বভার সামলাচ্ছেন। অন্য়দিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামবে এই ম্য়াচে মুম্বই। যদিও গোটা মরশুমে হার্দিক পাণ্ড্যই নেতৃত্বভার সামলাবেন মুম্বইয়ের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -