CSK vs MI Live: ৪ উইকেটে মুম্বই বধ সিএসকের, বল হাতে নজর কাড়লেন তরুণ ভিগনেশ

IPL 2025: রুতুরাজ গায়কোয়াড গত দুটো মরশুম ধরে সিএসকের নেতৃত্বভার সামলাচ্ছেন। অন্য়দিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামবে এই ম্য়াচে মুম্বই।

ABP Ananda Last Updated: 23 Mar 2025 11:08 PM

প্রেক্ষাপট

চেন্নাই:  ধোনির নেতৃত্বে সিএসকে ও রোহিতের নেতৃত্বে মুম্বই শিবির চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু বর্তমানে এই দুটো দলই আর ধোনি ও রোহিতের নেতৃত্বে খেলছে না। এই পরিস্থিতিতে দুটো দলই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে।...More

CSK vs MI Live: মুম্বই বধ সিএসকের

৪ উইকেটে মুম্বই বধ চেন্নাই সুপার কিংসের। ৬৫ রানের অপরাজিত ইনিংস খেললেন রাচিন রবীন্দ্র।