আমদাবাদ: আইপিএল জমে গিয়েছে। এরমধ্যেই একমাত্র দল হিসেবে টানা দুটো ম্য়াচ জিতে নিয়েছে আরসিবি। অন্যদিকে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৫ বার জয়ী মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) তাদের প্রথম ম্য়াচে হেরে গিয়েছিল চেন্নাইয়ের বিরুদ্ধে। ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujrat Titans) আবার প্রথম ম্য়াচে নিজেদের ঘরের মাঠেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল। আজ মুম্বই ও গুজরাতই পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে আইপিএলে। গত মরশুমে দুটো দলই প্লে অফে জায়গা করে নিতে পারেনি। এবার তাই বাড়তি তাগিদ রয়েছে দুটো ফ্র্যাঞ্চাইজিরই। কিন্তু শুরুটা ভাল হয়নি। আজ চলতি টুর্নামেন্টে নিজেদের জয়ের খাতা খুলতে পারবে কোন দল? তার আগে দেখে নেওয়া যাক কখন, কোথায় শুরু হবে এই ম্য়াচ--
আজ আইপিএলে কারা মুখোমুখি হতে চলেছে?
আইপিএলে আজ মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স
কোথায় খেলা হবে আজকের ম্য়াচ?
আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ গুজরাত বনাম মুম্বই ম্য়াচটি খেলা হবে
কখন শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ম্যাচ?
আজ, ২৯ মার্চ আইপিএলে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্য়াচ শুরু ৭.৩০টায়, ৩০ মিনিট আগে হবে টস
কোথায় দেখবেন গুজরাত-মুম্বই ম্যাচ?
আইপিএলে আজকের ম্য়াচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে
অনলাইনে কীভাবে দেখবেন অনুষ্ঠান?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে আইপিএল হাইভোল্টেজ এই ম্য়াচটি
এখনও পর্যন্ত আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মোট পাঁচবার মুখোমুখি হয়েছিল মুম্বই। তার মধ্যে দুবার জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই। কিন্তু এখনও পর্যন্ত আমদাবাদে মুম্বই গুজরাত টািটান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে পারেনি। তাই এবার সেই হার্ডলটাও টপকাতে মরিয়া থাকবে মুম্বই শিবির।
আগের ম্য়াচে হার্দিক পাণ্ড্য ছিলেন না। সূর্যকুমার যাদব নেতৃত্ব দিয়েছিলেন মুম্বই শিবিরকে। এই ম্য়াচে অবশ্য হার্দিক ফিরছেন। অন্য়দিকে গুজরাত শিবিরে রয়েছেন বাটলার। আগের ম্যাচেও তাঁর ব্যাট চলেছিল। কিন্তু দলকে জেতাতে পারেননি শেষ মুহূর্তে। তবে সাই সুদর্শনের ব্যাটিং ফর্ম ওপেনে নেমে বাড়তি প্লাস পয়েন্ট গুজরাতের।