কলকাতা: গত মরশুমে আইপিএলে (IPL) খেলেননি। কিন্তু এই মরশুমে নিলামের আগে থেকেই তিনিই ছিলেন আলোচনার কেন্দ্রে। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের (Cameron Green) জন্য যে নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো ঝাঁপাবে তার আভাস আগেই মিলেছিল। বিশেষ করে বেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়ার পর গ্রিনের জন্য পুরোদস্তুর ঝাঁপাবে কেকেআর, তার আভাস মিলেছিল আগেই। হলও তাই। আইপিএলের নিলামের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্য়ে সবচেয়ে বেশি দাম পেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে গ্রিনকে দলে নিল কেকেআর। 

Continues below advertisement

আইপিএলে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই গ্রিনের। ২০২৩, ২০২৪ সালে আইপিএলে খেলেছিলেন অজি অলরাউন্ডার। প্রথম মরশুমে মুম্বইয়ের জার্সিতে খেলেছিলেন আইপিএলে। সেবার ১৬ ম্য়াচ খেলে মোট ৪৫২ রান করেছিলেন। একটি শতরানও ছিল তাঁর ঝুলিতে। ২টো অর্ধশতরানও করেছিলেন। ১৬০-র ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। গড় ছিল ৫০। 

গত মরশুমে আরসিবির জার্সিতে খেলতে দেখা গিয়েছিল গ্রিনকে। ১৩ ম্য়াচ খেলে ২৫৫ রান করেছিলেন। কোনও অর্ধশতরানও হাঁকাতে পারেননি। ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ৪৬। বল হাতেও গ্রিন কিন্তু যথেষ্ঠ কার্যকরী ভূমিকা নিতেই পারেন আইপিএলে কেকেআরের জার্সিতে। এখনও পর্যন্ত মোট ১৬ উইকেট এই টুর্নামেন্টে ঝুলিতে পুরেছেন তিনি।

Continues below advertisement

উল্লেখ্য, দুই কোটি টাকার বেস প্রাইসের গ্রিনের হয়ে নিলামে প্রথম দর হাঁকায় মুম্বই ইন্ডিয়ান্স। তবে পল্টনরা বেশিদূর যায়নি। মনে করা হচ্ছিল আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্স তাঁর জন্য ঝাঁপাবে। রাসেলের যোগ্য উত্তরসূরি হিসাবেই গ্রিনকে দেখা হচ্ছিল। সেই মতোই কেকেআর তাঁর হয়ে দর হাঁকানো শুরু করে। প্রথমে রাজস্থান রয়্যালসের সঙ্গে গ্রিনকে নিয়ে নাইটদের দর কষাকষি চলে। তারপর রয়্যালস সরে গেলে নিলামে নাইটদের প্রতিদ্বন্দ্বিতা করতে দর হাঁকাতে শুরু করে চেন্নাই সুপার কিংস।

১৩.৮ কোটি টাকা থেকে দর হাঁকানো শুরু করে ২৫ কোটি টাকা পর্যন্ত গ্রিনের জন্য গিয়েছিল সিএসকে। হলুদ ব্রিগেডের নিজেদের ইতিহাসে কোনও খেলোয়াড়ের হয়ে সর্বাধিক দর হাঁকিয়েছিলন তারা। কিন্তু শেষমেশ ২৫ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কিনল কেকেআর। তিনিই আইপিএলের ইতিহাসে সর্বাধিক দামে বিক্রি হওয়া বিদেশি ক্রিকেটারস্বদেশীয় মিচেল স্টার্কের রেকর্ড ভাঙলেন গ্রিনস্টার্ককেও কেকেআরই ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল। এবার তাঁর স্বদেশীয় কিনল নাইট শিবির।