চণ্ডীগড়: কিছুদিন আগেই গ্লেন ম্য়াক্সওয়েল চোটের জন্য পুরো ছিটকে গিয়েছিলেন। তাঁর পরিবর্ত হিসেবে কে দলে আসবেন, তা নিয়েই পঞ্জাব থিঙ্কট্যাঙ্কের ভাবনাচিন্তা ছিল। এবার ম্য়াক্সওয়েলের পরিবর্ত হিসেবে দলে যোগ দিলেন অলরাউন্ডার মিচ ওয়েন। ম্য়াক্সওয়েল আঙুলের চোট পেয়ে ছিটকে গিয়েছেন গোটা টুর্নামেন্টে। যদিও লকি ফার্গুসনের পরিবর্ত কোনও প্লেয়ারের নাম ঘোষণা করেনি পঞ্জাব।
অস্ট্রেলিয়ার তরুণ অলকাউন্ডার মিচ ওয়েন। তাসমানিয়ার এই ক্রিকেটার এখনও পর্যন্ত ৩৪টি টি-টোয়েন্টি ম্য়াচে ৬৪৬ রান করেছেন। দুটো শতরানও হাঁকিয়েছেন তার মধ্যে। ব্যক্তিগত সর্বোচ্চ ১০৮। নিজের নামের পাশে বোলার হিসেবে ১০ উইকেটও ঝুলিতে পুরে নিয়েছেন। ৩ কোটি টাকায় পঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন মিচ ওয়েন। উল্লেখ্য, পঞ্জাব কিংস তাঁদের হোম ম্য়াচ ফের ধরমশালায় খেলতে চলেছে।
এর আগে লকি ফার্গুসনও ছিটকে গিয়েছিলেন চোট পেয়ে। সেক্ষেত্রে চলতি মরশুমে দুই তারকা বিদেশিকে পাচ্ছে না আর পঞ্জাব শিবির। আর এবার পরিবর্ত পাওয়া নিয়ে মুখ খুললেন পঞ্জাব অধিনায়ক রিকি পন্টিং। প্রাক্তন বিশ্বজয়ী অজি অধিনায়ক বলছেন, ''আমরা কিছু পরিবর্ত প্লেয়ারের নাম অবশ্যই দ্রুত ঘোষণা করব। লিগের ১২টি খেলা পর্য়ন্ত আমাদের হাতে সময় রয়েছে প্লেয়ারের পরিবর্ত নাম ঘোষণা করার। তাই আমাদের হাতে আরও কয়েকটি ম্য়াচের সময় রয়েছে। আজমতউল্লাহ ওমরজাই, অ্য়ারন হার্ডির মত প্লেয়ার দলে রয়েছে। আরও কিছু প্লেয়ারকে নেওয়ার চেষ্টা চলছে।''
এরপরই পন্টিং আরও বলেন, ''ম্য়াক্সওয়েল ছিটকে গিয়েছে কিছুদিন হল। ফার্গুসন ছিটকে গিয়েছে চোটের জন্য ২-৩ সপ্তাহ হল। আসলে সমস্যাটা পিএসএলও চলছে একই সময়ে। তাই খুবই উন্নতমানের প্লেয়ার বা দামি প্লেয়ারকে যে আমরা পরিবর্ত হিসেবে পাব, তা একেবারেই সম্ভব নয়। তাই আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা তরুণ ভারতীয় কিছু প্লেয়ারের দিকে নজর রাখছি। একই সঙ্গে এটাও খেয়াল রাখছি যে কোন পজিশনে কোন প্লেয়ার ফিট হবে। ধরমশালায় আমরা কিছু প্লেয়ারকে ট্রেনিংয়ে দেখেছি। চলতি সপ্তাহের মধ্যেই পুরো বিষয়টা দেখে নেওয়া হবে।''
আরও পড়ুন: আজও কালবৈশাখীর সতর্কতা, কেকেআরের কপাল পুড়বে নাকি সুবিধা? কী বলছে অঙ্ক?