চেন্নাই: পাঁচবারের আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন দল। কিন্তু এবারের মরশুমটা দ্রুত ভুলতে চাইবে সিএসকে শিবির ও তাঁদের সমর্থকরা। পয়েন্ট টেবিলের সবার নীচে থেকে এবার মরশুম শেষ করতে হয়েছে হলুদ জার্সিধারীদের। মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে এটাই বোধহয় সিএসকের সবচেয়ে লজ্জার মরশুম। না ব্যাটিং, না বোলিং কোনও ডিপার্টমেন্টেই ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করতে পারেনি সিএসকে। এই পরিস্থিতিতে নতুন মরশুম শুরুর আগে চেন্নাই শিবিরে ফিরতে পারেন সুরেশ রায়না। হ্যাঁ, প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় ব্যাটারকে ফের সিএসকের জার্সিতে দেখা যেতে পারে।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজেদের শেষ লিগ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু তবুও পয়েন্ট টেবিলে রাজস্থানের ওপরে উঠতে পারেনি তারা। ম্য়াচের পরই সুরেশ রায়না নিজেই সিএসকে শিবিরে ফেরার বিষয়ে আভাস দিয়েছিলেন। জাতীয় দলের জার্সিতে ও পরে সিএসকের জার্সিতে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে দীর্ঘ সময় জুটি বেঁধেছেন রায়না। সিএসকের জার্সিতে দুজনের বন্ডিংও বেশি শক্তিশালী। ধোনি একেবারে নিজের ছোট ভাইয়ের মতই দেখেন রায়নাকে। কানাঘুষো শোনা যাচ্ছে যে দলের এত বাজে পরিস্থিতি দেখে রায়না নিজেই দলের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। এমনকী সূত্রের খবর, ম্যানেজমেন্টও নাকি তাঁর সঙ্গে কথা বলতে ইচ্ছুক। তবে ক্রিকেটার হিসেবে নয়। সিএসকের ব্য়াটিং কোচ হিসেবে আগামী মরশুমে দেখা যেতেও পারে রায়নাকে। গুজরাত ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন চেন্নাইয়ের বোলিং কোচ শ্রীধর শ্রীরাম। তিনি বলেন, ''রায়না আদৌ নিজে এই বিষয় কী বলেছেন, তা না জেনে আমার এই বিষয় নিয়ে মন্তব্য করা একদমই উচিৎ নয়।''
এর আগে আইপিএলে কমেন্ট্রির সময়ে সিএসকে ও গুজরাত ম্য়াচের আগে আকাশ চোপড়ার সঙ্গে আলাপচারিতায় সিএসকের ব্যাটিং কোচ ইস্যুতে মুখ খুলেছিলেন। সেই সময় আকাশ চোপড়া হাসতে হাসতে বলে বসেন যে আগামী কোচের নাম কী S দিয়ে শুরু? উল্লেখ্য, প্রাক্তন অজি ওপেনার মাইক হাসি এই মুহূর্তে দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন।
এবারের আইপিএলে সিএসকে ১৪ ম্য়াচের মধ্যে মাত্র ৪টি ম্য়াচে জয় ছিনিয়ে নিতে পেরেছে। প্রথমে রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্ব দল খেলছিল। এরপর রুতুরাজ চোট পেয়ে ছিটকে যাওয়ার পর ধোনিই দায়িত্বভার সামলাচ্ছিলেন।
আরও পড়ুন: লখনউ ম্যাচে বড় ব্যবধানে জিতে প্রথম কোয়ালিফায়ার খেলতে মরিয়া বিরাটরা