মুম্বই: প্যাট কামিন্সের পর এবার অজিঙ্ক রাহানে। চোট পেয়ে এবার আইপিএল থেকে ছিটকে গেলেন এই তারকা ব্যাটার। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hayderabad) বিরুদ্ধে ব্যাট করার সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এই ডানহাতি ব্য়াটার। সেই চোট নিয়েই রান নিচ্ছিলেন তিনি। এবার টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন মুম্বইকর। যদিও অফিশিয়ালি কোনও কিছু জানানো হয়নি এখনও। তবে সূত্রের খবর, আসন্ন ইংল্যান্ড সফরেও অনিশ্চিত রাহানে।
কীভাবে চোট পেলেন রাহানে
শেষ ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমেছিলেন রাহানে। তাঁর সঙ্গে ওপেনে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। সেই সময়ই রান নেওয়াকালিন হ্যামস্ট্রিংয়ে চোট পান রাহানে। পাওয়ার প্লে-র মধ্যেই সেই চোট পান তিনি। এরপর দীর্ঘ সময়ে মাঠেই প্রাথমিক চিকিৎসা চলে অভিজ্ঞ এই তারকার। এরপর আরও কিছুক্ষণ খেলা চালিয়ে গেলেও বেশ অস্বস্তিতে ছিলেন রাহানে। শেষ পর্যন্ত ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে জাতীয় দলে জায়গা পাননি রাহানে। খারাপ ফর্মের জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছিল জাতীয় দল থেকে। তবে ইংল্যান্ডের মাটিতে রাহানের ব্য়াট বেশ ভাল চলে। গড়ও বেশ ভাল। তাই মুম্বইকর ইংল্য়ান্ডের বিরুদ্ধে স্কোয়াডে জায়গা পেতে পারতেন। কিন্তু চোট পেয়ে এবার সেই সম্ভাবনাও অনেকটাই কমে গেল। খুব তাড়াতাড়িই বায়ো বাবল থেকে বেরিয়ে আসবেন রাহানে।
কোমরের নিম্নাংশে চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন প্যাট কামিন্স। দেশ ছাড়ার আগে কামিন্স জানিয়েছিলেন, ''ভারতে দারুণ সময় কাটালাম আমি। আমি কেকেআরকে ধন্যবাদ জানাতে চাই যে আমার ও আমার পরিবারের পাশে সবসময় থাকার জন্য। খেয়াল রাখার জন্য। দলের প্রত্যেক সদস্যকে শুভেচ্ছা জানাতে চাই বাকি টুর্নামেন্টের জন্য। আমি অবশ্যই ম্যাচগুলো দেখব ও গলা ফাটাব দলের জন্য।''
আইপিএলে প্লে অফে যাওয়ার সুযোগ এখনও রয়েছে কেকেআরের। তবে শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে জিততেই হবে তাদের। তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও।