মুম্বই: আইপিএল থেকে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এমন ক্রিকেটার ভুরি ভুরি। ভারতীয় দলে এখন দাপটের সঙ্গে খেলছেন জশপ্রীত বুমরা (Jasprit Bumrah) থেকে শুরু করে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) সহ আরও অনেকে। এবার কি আরও ২ জন ক্রিকেটার উঠে আসতে চলেছেন আইপিএল থেকে জাতীয় দলে? বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিবৃতিতে এমনই ইঙ্গিত মিলল।
২ তরুণ ক্রিকেটারই নজরে সৌরভের
তরুণ ২ ক্রিকেটারই এই মুহূর্তে নজরে রয়েছে বিসিসিআইয়ের। এক সাক্ষাৎকারে সেই কথাই জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে এবারের আইপিএলে নজর কাড়া উমরান মালিক ও রাজস্থান রয়্যালসের বোলার কুলদীপ সেন রয়েছেন এই তালিকায়। বোর্ড সভাপতি এক সাক্ষাৎকারে বলেন, ''কতজন ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতে পারে? আমি খুব একটা অবাক হব না যদি খুব তাড়াতাড়ি উমরান জাতীয় দলে সুযোগ পায়। আমাদেরও অনেক যত্নবান হতে হবে তাঁকে ব্যবহার করা নিয়ে। আমার মনে হয় কুলদীপ সেনও রয়েছেন তালিকায়। টি নটরাজনও কামব্যাক করতে পারবে দুর্দান্তভাবে। আমাদের কাছে বুমরা ও শামি তো রয়েইছে। বাকিটা আমার মনে হয় নির্বাচকদের ওপরই।"
চলতি আইপিএলে নজর কেড়েছেন উমরান
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত গতিতে বল করছেন উমরান। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির বলটি তাঁরই করা। এই তরুণের প্রশংসা করে কামরান বলেছেন, ‘ও যদি পাকিস্তানে থাকত, তাহলে হয়তো আন্তর্জাতিক ক্রিকেট খেলত। ওর ইকনমি রেট বেশি, কিন্তু ও উইকেট পাচ্ছে। তাই ও স্ট্রাইক বোলার। প্রতি ম্যাচের পরেই ওর বলের গতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটারের কাছাকাছি দেখা যাচ্ছে। ওর বলের গতি কমছে না। ব্রেট লি, শোয়েব আখতাররাও বেশি রান দিতেন, কিন্তু তাঁরা উইকেট নিতেন। স্ট্রাইক বোলারদের এরকমই হওয়া উচিত। ভারতীয় দলে ভাল প্রতিযোগিতা দেখা যাচ্ছে। অতীতে ভারতীয় দলে ভালমানের ফাস্ট বোলারের অভাব ছিল। কিন্তু এখন নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহর মতো পেসাররা আছে। উমেশ যাদবও ভাল বোলিং করছে। একসঙ্গে ১০-১২ জন সমমানের পেসার থাকায় ভারতীয় নির্বাচকদের কাজ কঠিন হয়ে যাচ্ছে।’