নয়াদিল্লি : করোনাকালে থমকে যাওয়ার পর ফের শুরু হতে চলেছে চতুর্দশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে 'ক্রিকেটের ধর্মযুদ্ধ'। দশেরার দিন হবে ফাইনাল। আপাতত ২৫ দিনের মধ্যে পুরো সূচি শেষ করতে চাইছে ভারতীয় বোর্ড।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইতিমধ্যেই আমিরশাহিতে আইপিএল-এর সূচির বিষয়ে কথা হয়েছে বিসিসিআই ও এমিরেটস ক্রিকেট বোর্ডের(ECB)। বিসিসিআই-এর একজন আধিকারিক জানিয়েছেন, আমিরশাহির বোর্ডের সঙ্গে ফলপ্রসু কথা হয়েছে ভারতের। বিসিসিআই আশাবাদী, দুবাই, আবু ধাবি ও শারজায় বাকি খেলাগুলি সম্পন্ন করা করা যাবে।
এ প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআইকে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ইসিবি-র সঙ্গে খেলার সূচি নিয়ে খুবই আশাবাদী কথা হয়েছে। বিসিসিআইকে আইপিএল শুরু করার বিষয়ে একপ্রকার মৌখিক আশ্বাস দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। গত সপ্তাহেই এই চুক্তি হয়ে যাওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর খেলা ফের শুরু হবে। ভারতে দশেরার দিন অর্থাৎ ১৫ অক্টোবর হবে আইপিএল-এর ফাইনাল ম্যাচ। ২৫ দিনের মধ্যেই চতুর্দশ আইপিএল-এর বাকি ম্যাচগুলি শেষ করতে চাইছে ভারতীয় বোর্ড।
এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক নিয়ে অবগত ওই বোর্ড কর্তা বলেন, ‘বৈঠকে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আমিরশাহি ক্রিকেট বোর্ড বিশেষ সাধারণ সভার আগেই আমাদের মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। গত এক সপ্তাহ ধরে সব কিছু চূড়ান্ত করা হয়। আইপিএল পুনরায় শুরু হলে প্রথম ম্যাচ খেলা হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ১৫ অক্টোবর। বিসিসিআই আইপিএল শেষ করার জন্য ২৫ দিনের উইন্ডোর দিকেই তাকিয়েছিল।’
আইপিএলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ওই বোর্ড কর্তা বলেছেন, ‘আলোচনা চলছে। আমরা ধরে নিচ্ছি যে, বেশিরভাগ বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে। কেউ যদি আসতে পারবে না বলে জানায়, তখন সেই অনুয়ায়ী পদক্ষেপ নির্ধারিত হবে।’