মুম্বই: করোনা আতঙ্কের জেরে পিছিয়ে দেওয়া হয়েছিল আইপিএল। ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। তবে করোনা সংকট চলাকালীন তা পিছিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে ঠিক হয় ১৫ এপ্রিল শুরু হবে টুর্নামেন্ট। তবে দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আইপিএলের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন উঠে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে টুর্নামেন্ট নিয়ে কী অবস্থান নেওয়া হবে, তা ঠিক করতে মঙ্গলবার সমস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে টেলিকনফারেন্সে আলোচনা করবেন বোর্ড কর্তারা।


বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, ‘আইপিএল ২০২০ নিয়ে কী অবস্থান নেওয়া হবে, তা ঠিক করতে মঙ্গলবার বোর্ড কর্তারা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে টেলিকনফারেন্স করবে।’

করোনা আতঙ্কের জেরে মুম্বইয়ে বোর্ডের সদর দফতর বন্ধ। জমায়েত এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে কেন্দ্র ও সমস্ত রাজ্য সরকারের তরফে। তাই কোনও হোটেলেও বৈঠক করা নিয়ে সমস্যা রয়েছে। সেই কারণেই টেলিকনফারেন্সে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড সূত্রে খবর।