দুবাই: রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফের দৌড়ে ফিরে এসেছে বিকাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে জয়ের রাতেও ভাইরাল হয়ে গেল এক খুদের ভিডিও।


এ বি ডিভিলিয়ার্সের ছেলের ভিডিও। ডিভিলিয়ার্স আউট হতেই যে হতাশায় চেয়ারে ঘুষি মেরে বসেছিল। এবং তাতে হাতে আঘাতও পায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।


রবিবারের ম্যাচের উত্তাপ গিয়ে পৌঁছেছিল দর্শক গ্যালারিতে। তার সব থেকে বড় উদাহরণ ধরা পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোরের দর্শক গ্যালারিতে। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের উত্তাপ ছড়িয়ে গেল তারকাদের পরিবারের মধ্যেও।


বেশ কিছু ক্রিকেটারের পরিবার এদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য উপস্থিত ছিল। ম্যাচ চলাকালীন আরসিবি খেলোয়াড় এ বি ডিভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েল এবং তাদের সন্তানদেরও দর্শক গ্যালারিতে বসে থাকতে দেখা যায়। ডিভিলিয়ার্স যখন ব্যাট করতে নামেন, তখন তার পরিবার হাততালি দিয়ে স্বাগত জানায়। মুম্বইয়ের বিরুদ্ধে ডিভিলিয়ার্সের শুরুটা ভাল হয়েছিল। ইনিংসের ১৭তম ওভারে তিনি মুম্বইয়ের সেরা পেসার জসপ্রীত বুমরাকে ছক্কা ও চার মারেন। কিন্তু এরপর বুমরারই বলে স্বদেশীয় কুইন্টন ডি’ককের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। ততক্ষণে ডিভিলিয়ার্স ৬ বলে ১১ রান করে ফেলেছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে তাড়াতাড়ি আউট হতে দেখে আরসিবি টিম ম্যানেজমেন্টের পাশাপাশি ডিভিলিয়ার্সের ছেলেও হতাশ হয়ে পড়ে।


বাবাকে আউট হতে দেখে ডিভিলিয়ার্সের ছেলে রাগে চেয়ারে হাত দিয়ে আঘাত করে। তার নিজেরও আঘাত লাগে। ডিভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েল কোনওভাবে সামলায় ছেলেকে। সেই ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।



১৬৬ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ওপেনিংয়ে কুইন্টন ডি কককে নিয়ে বোর্ডে ৫৭ রান যোগ করেছিলেন রোহিত শর্মা। কিন্তু তিনি ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল মুম্বই ব্যাটিং। রোহিত ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলেছিলেন। ডি কক ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। কিন্তু এরপর আর কেউই দলের হাল ধরতে পারেননি। দীর্ঘদিন পর মাঠে নামা হার্দিকও ব্যর্থ হন। গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটিংয়ে তাণ্ডব দেখানোর পর এদিন বল হাতেও ভেলকি দেখান। তুলে নেন প্রতিপক্ষের ২ উইকেট। ম্যাচের শেষটা পুরোটাই হর্ষল পটেলের নামে। বল হাতে একেবারে সঠিক সময়, সঠিক দিনে ফের জ্বলে উঠলেন হর্ষল। এদিন ১৭ তম ওভারে যখন বিরাট হর্ষলকে বোলিংয়ের দায়িত্ব দেন, তখন মুম্বইয়ের জয়ের জন্য দরকার ছিল ২৪ বল ৬১ রানের। হাতে ছিল ৫ উইকেট। কিন্তু সেই ওভারেই ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের দখলে করে নেন হর্ষল। ১৭ তম ওভারের প্রথম বলেই হার্দিক পাণ্ড্যকে আউট করেন। বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে প্য়াভিলিয়ন ফেরেন বরোদা তারকা। এরপরের বল ফেরান কায়রন পোলার্ডকে। তিনি বোল্ড হয়ে যান। এর পরের বলে রাহুল চাহারকে লেগবিফোর করেন হর্ষল।