কলকাতা: বাইশ গজে তাঁর দাদাগিরি দেখেছে গোটা বিশ্ব। ক্রিকেট প্রশাসনেও একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন। ধারাভাষ্য হোক বা মঞ্চে সঞ্চালনা, সর্বত্র তাঁর মহারাজকীয় উপস্থিতি।


তবে সৌরভ গঙ্গোপাধ্যায় যে এত ভাল নাচতে পারেন, জানতেন? চমকে উঠলেন?


ফি বছর দুর্গাপুজোয় ঢাক বাজান সৌরভ। তবে এবার তিনি নাচলেন বিখ্যাত হয়ে ওঠা 'জানে মেরে জানেমন' গানের তালে। ঘটনাটা ভেঙে বলা যাক। দাদাগিরির শ্যুটিং চলছিল। সেখানে বিশেষ এপিসোডে হাজির হয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় মিঠাই ধারাবাহিকের অভিনেত্রীরা। তাঁরাই মঞ্চে দাদার চারপাশে নাচ করতে শুরু করেন। ব্যাকগ্রাউন্ডে তখন 'জানে মেরে জানেমন' বাজছে। দাদাও থেমে থাকেননি। তিনি স্টেপ মেলাতে শুরু করেন। দর্শকাসন থেকে তখন হুল্লোড় উঠেছে। পরে সৌরভের নাচের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। আর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।



করোনা পরিস্থিতিতে সৌরভের উদ্যোগেই আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হচ্ছে। আইপিএলের ফাঁকেই শুরু হয়েছে দাদাগিরির সিজন ৯। মাঠে হোক বা মাঠের বাইরে, তাঁর জীবনের পরতে পরতে রোমাঞ্চ। ঘরোয়া ক্রিকেটের বড় মঞ্চে যাঁর অভিষেক হয় রঞ্জি ট্রফির মতো মহার্ঘ টুর্নামেন্টের ফাইনালে এবং সেই ম্যাচের প্রথম একাদশে জায়গা হয় নিজের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে, তাঁর জীবন তো যে কোনও থ্রিলারের চিত্রনাট্যকে চ্যালেঞ্জ জানাবেই। জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। যে খবর ট্যুইট করে নিশ্চিত করেছেন স্বয়ং সৌরভ। বাইশ গজে তাঁর দাপুটে পারফরম্যান্স বিশ্বকে মুগ্ধ করেছে। এবার বড় পর্দায় ‘দাদাগিরি’ দেখার অপেক্ষা শুরু হয়ে গিয়েছে।


সৌরভের বায়োপিক বলিউডের বিগ বাজেট ছবি হতে চলেছে। আনুষ্ঠানিকভাবে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মসের সঙ্গে সইপর্ব সেরে ফেলেছেন সৌরভ। বায়োপিকের উপদেষ্টা তথা সৌরভের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস এবিপি লাইভকে জানিয়েছেন, 'বিগ বাজেট ছবি হতে চলেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের ব্যাপ্তি বিশাল। বাঙালির কাছে আবেগের অন্য নাম সৌরভ। আর মহারাজ শুধু বাংলার নয়, গোটা দেশের রোল মডেল। তাই বাজেট নিয়ে কোনও আপস করতে চাইছে না প্রযোজনা সংস্থা।'


বায়োপিকের জন্য বরাদ্দ বিশাল বাজেট, সৌরভের পছন্দ হলেও কেন পিছিয়ে রণবীর সিংহ?