দুবাই: আর খেলবেন না আইপিএল। আচমকাই সিদ্ধান্ত নিয়ে নিলেন ক্রিস গেল। পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলেন গেল। মাঠে নামলেও এখনও পর্যন্ত ক্যারিবিয়ান বসের ব্যটিং ঝড় দেখা যায়নি। তবে টুর্নামেন্টের মাঝেই কেন এমন সিদ্ধান্ত নিলেন গেল? ইন্ডিয়ান প্রিমিয়র লিগের বায়ো-বাবল ছেড়ে বেরিয়ে গিয়েছেন গেইল। তিনি কারণ হিসেবে জানিয়েছেন যে জৈব সুরক্ষা বলয়ের একঘেয়েমি ও ক্লান্তির জন্যই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। 


আইপিএলের পরই সংযুক্ত আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। সেই টুর্নামেন্টে মানসিকভাবে তরতাজা হয়ে মাঠে নামতে চান গেল। তার জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন গেল। পঞ্জাব কিংসের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। আপাতত দুবাইয়েই কিছুদিন ছুটি কাটাবেন গেল। এরপর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। মানসিক স্বাস্থ্যের কথা ভেবে ক্রিস গেইলের আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করেছে পঞ্জাব কিংস। টিমের পক্ষ থেকে ইউনিভার্সাল বসকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভেচ্ছাও জানানো হয়েছে। 


 






মাঠের বাইরে বরাবরই ভীষণ রঙিন মেজাজি গেল। কিছুদিন আগেই একটি ট্যুইট করেছিলেন গেল। সেখানে দেখা গিয়েছিল সেখানে দেখা যাচ্ছে পঞ্জাবি পোশাকে বসে রয়েছেন বিধ্বংসী ক্যারিবিয়ান ব্যাটসম্যান। আর তাঁর চারপাশে চার সুন্দরী। গানের ক্যাপশনে লেখা, 'পঞ্জাবি ড্যাডি, কামিং সুন'। ছবিটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। অনেকেই গেলের নতুন লুক নিয়ে কৌতূহল প্রকাশ করেন। পরে জানা যায়, ফের একবার গান গাইতে চলেছেন তিনি। গানের নাম ‘পঞ্জাবি ড্যাডি’। তারই পোস্টার প্রকাশ করেছেন গেল। গেল বরাবরই সঙ্গীতপ্রেমী। আইপিএলের প্রথম পর্বে নিভৃতবাস শেষ করে মাইকেল জ্যাকসনের ‘স্মুদ ক্রিমিনাল’ গানের সঙ্গে নাচতেও দেখা গিয়েছিল তাঁকে।