চেন্নাই: আইপিএলে পরপর দু ম্যাচে জয়। বিরাট কোহলিরা রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ। তার আগে নিজেদের মানসিকভাবে চাঙ্গা রাখতে টিম বন্ডিং সেশন করলেন বিরাট কোহলি-এ বি ডিভিলিয়ার্সরা। ছোট ছোট তিনটি দলে ভাগ হয়ে অভিনয় করলেন আরসিবি ক্রিকেটারেরা। পরে সেই ভিডিও আরসিবি-র তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল। আর মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল। হাসিতে ফেটে পড়চেল ভক্ত-সমর্থকেরা।


আইপিএলে টানা ম্যাচ খেলার ধকল। তার ওপর জৈব সুরক্ষা বলয়ের কড়া বিধিনিষেধে বাইরে বেরনো নিষিদ্ধ। ক্রিকেটারদের মানসিকভাবে তরতাজা রাখতে বিভিন্ন দলই কোনও না কোনও অনুষ্ঠানের মাধ্যমে সকলকে যুক্ত রাখছে। ঠিক সেভাবেই 'সাপার থিয়েটার' আয়োজন করেছিল আরসিবি। প্রথমে সমস্ত ক্রিকেটারদের সাতজন করে তিনটি গ্রুপে ভাগ করা হয়। তারপর সকলে মিলে তিনটি আলাদা রূপকথার কাহিনি অভিনয় করেন।


প্রথম গ্রুপের নেতা করা হয় এ বি ডিভিলিয়ার্সকে। তাঁকে শোনাতে হয় সিন্ডারেলার কাহিনি। আর অভিনয় করে দেখান তাঁর দলের বাকি ৬ জন। বিরাট কোহলি দ্বিতীয় গ্রুপের নেতা। তাঁদের জন্য বরাদ্দ হয় দ্য আগলি ডাকলিং। তৃতীয় গ্রুপের নেতা করা হয় যুজবেন্দ্র চাহালকে। তাঁদের দেওয়া হয় লিটল রেড রাইডিং হুড।



এ বি-র দলে সিন্ডারেলার অভিনয় করেন পেসার নভদীপ সাইনি। বিরাট-হর্ষল পটেলরা মিলে করেন দ্য আগলি ডাকলিং। হাঁসের মতো করে হাঁটা চলা করতে শুরু করেন বিরাট। হাঁসের মতো করে ডানা মেলে ওড়ার ভঙ্গিমাও করেন। হলঘরের সকলে তখন হেসে লুটোপাটি খাচ্ছেন। সকলের শেষে পালা আসে চাহালদের। তাঁরা লিটল রেড রাইডিং হুড অভিনয় করেন। গ্লেন ম্যাক্সওয়েল, বাংলার শাহবাজ আমেদরা ছিলেন চাহালের গ্রুপে।


বিচারকের ভূমিকায় ছিলেন চাহালের স্ত্রী ধনশ্রী-সহ মোট তিনজন। সেরা অভিনেতার পুরস্কার পেলেন ম্য়াক্সওয়েল। সেরা দলের পুরস্কার পান বিরাটরা। কেকেআরের বিরুদ্ধে মাঠে নামার আগে এভাবেই নিজেদের ফুরফুরে রাখলেন বিরাট-এ বিরা।