মুম্বই: শুধু রিহ্যাব করলেই হবে না। আঙুলে অস্ত্রোপচার করাতে হবে বেন স্টোকসকে। যার অর্থ, অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট সিরিজে মাঠে নামতে পারবেন না ইংরেজ অলরাউন্ডার।
আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে ক্রিস গেলের ক্যাচ ধরার সময় আঙুলে চোট পান স্টোকস। সঙ্গে সঙ্গেই তিনি মাঠ ছাড়েন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও ম্যাচের পরেই জানা যায় যে, আঙুল ভেঙেছে তারকা অলরাউন্ডারের। পরে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, স্টোকসকে বাকি আইপিএলে আর পাওয়া যাবে না। তবে দলের সঙ্গে তাঁর কিছুদিন থেকে যাওয়ার কথা বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে। যদিও বেন স্টোকসকে না পাওয়াটা যে রাজস্থান শিবিরের কাছে বিরাট ধাক্কা, বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের আর এক ক্রিকেটার জোফ্রা আর্চারকেও চোটের কারণে এখনও পায়নি রাজস্থান রয়্যালস। কবে তাঁকে পাওয়া যাবে, তা নিয়েও কোনও নিশ্চয়তা নেই।
বৃহস্পতিবার পুনরায় স্টোকসের আঙুলে এক্স রে ও সিটি স্ক্যান করা হয়। চোটের গুরুত্ব অনুধাবন করে তড়িঘড়ি তাঁর আঙুলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই রাজস্থান রয়্যালস শিবির সূত্রে খবর। শনিবারই ভারত ছেড়ে ইংল্যান্ডে ফিরবেন স্টোকস। আগামী সোমবার তাঁর ভাঙা আঙুলে অস্ত্রোপচার করা হবে, এমনটাই খবর। ইংল্যান্ড দলের তরফে বলা হয়েছে, 'এক্স রে এবং সিটি স্ক্যানের পর দেখা গিয়েছে বেন স্টোকসকে ১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট রয়েছে বেনের।'
চোটের কারণে জোফ্রা আর্চারকে এখনও দলে পায়নি রাজস্থান। স্টোকসও ছিটকে গেলেন চোটের জন্য। স্টোকস দেশের উদ্দেশে রওনা হওয়ার সময় রাজস্থান রয়্য়ালসে তাঁর সতীর্থরা আবেগঘন বার্তা দেন। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সঙ্গে লেখা হয়, 'বাই বেন। দ্রুত সেরে ওঠো চ্যাম্প।'
'প্লিজ খেলবেন না', ভক্তের খোঁচাই কি তাতিয়ে দিয়েছিল চাহারকে!