দুবাই: ফের মাঠে হুইসল পোড়ু। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই দাপট মহেন্দ্র সিংহ ধোনির যোদ্ধাদের। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল চেন্নাই সুপার কিংস।
শুরুতে বোলারদের দাপট। সেখান থেকে ব্যাটসম্যানদের প্রত্যাবর্তন। বাউন্সার, ইয়র্কার, সপাটে পুল, মিস হিট হাউন্ডারি পার করে দেওয়া। টি-টোয়েন্টি ম্যাচের সবরকম মশলাই মজুত ছিল আইপিএলের প্রত্যাবর্তনের মঞ্চে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুরুর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে চেন্নাই সুপার কিংস তুলেছিল ১৫৬/৬। ৫৮ বলে অপরাজিত ৮৮ রান করে সিএসকে-র নায়ক রুতুরাজ গায়কোয়াড়। শেষ দিকে ৮ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে ডোয়েন ব্র্যাভোও নজর কাড়লেন। ব্যাট হাতে মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়নাদের ব্যর্থতা চাপা পড়ে গেল রুতুরাজ-ব্র্যাভোদের দৃঢ়তায়।
১৫৭ রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা খারাপ হয়নি। ৫ ওভারে ৩৫ রান তুলে ফেলেছিল তারা। তবে কুইন্টন ডি'কক ও অনমোলপ্রীত সিংহকে পরপর ফিরিয়ে চেন্নাইকে লড়াইয়ে রেখেছিলেন দীপক চাহার। ৪ ওভারে যিনি মাত্র ১৯ রান খরচ করে ২ উইকেট তুলে নেন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই। একমাত্র সৌরভ তিওয়ারি (৪০ বলে ৫০ রান) ছাড়া আর কেউই রান পাননি।
রবিবার মরুদেশে আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মাঠে নামতে পারলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবির থেকে সঠিক কোনও কারণ বলা হয়নি। তবে মনে করা হচ্ছে পুরো ফিট নন রোহিত। এবং তিনি যে খেলবেন না, সম্ভবত আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল। কারণ রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারেরা যখন গা ঘামাচ্ছিলেন, তখনও স্পাইক শ্যু পরে দেখা যায়নি রোহিতকে। তাঁর পরিবর্তে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন কায়রন পোলার্ড। টসের পর যিনি বলেন, 'রোহিত ঠিকই আছে। দ্রুত ঠিক হয়ে যাবে। ওই আমাদের জাহাজের ক্যাপ্টেন। আমি শুধু ওর পরিবর্তে দাঁড়িয়ে আছি।'
মুম্বই পায়নি হার্দিক পাণ্ড্যকেও। সম্ভবত ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে তারকা অলরাউন্ডারের। রবিবার মুম্বইয়ের জার্সিতে অভিষেক হচ্ছে অনমোলপ্রীত সিংহের। টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। টসের পর যিনি বলেন, 'পিচ দেখে ভাল বলে মনে হচ্ছে। প্রথমে ব্যাট করে বোর্ডে বড় রান তোলাই শ্রেয় বলে মনে হয়েছে। টুর্নামেন্ট শুরু হয়ে গেলে আশা করছি সকলে ছন্দ খুঁজে পাবে। এবারের টুর্নামেন্টটা অন্যরকম হচ্ছে। সাতটা ম্যাচ, তারপর বিরতি, তারপর ফের সাতটা ম্যাচ। টি-টোয়েন্টিতে আপনি নির্দিষ্ট একটা দিনে কেমন খেলছেন তার ওপর অনেক কিছু নির্ভর করে। আমরা প্রাথমিক ব্যাপারগুলোয় জোর দিচ্ছি।' শেষ পর্যন্ত ধোনির মগজাস্ত্রেই বাজিমাত।
তবে শুরুতেই ধাক্কা খেয়েছিল চেন্নাই। প্রথম ওভারেই ডুপ্লেসিকে তুলে নেন ট্রেন্ট বোল্ট। পরের ওভারে অ্যাডাম মিলনে তুলে নেন মঈন আলিকে। সেই ওভারের শেষ বলে কনুইয়ে আঘাত পান অম্বাতি রায়ডু। চোট এতটাই গুরুতর ছিল যে, তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। পরের ওভারে বোল্ট ফিরিয়ে দেন সুরেশ রায়নাকে। ৭/৩ হয়ে যায় সিএসকে। সেখান থেকে প্রত্যাঘাত করেন রুতুরাজ। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও চারটি ছক্কা। মুম্বই বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান বোল্ট, মিলনে ও যশপ্রীত বুমরা।
জবাবে মুম্বই আটকে গেল ১৩৬/৮ স্কোরে। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল চেন্নাই।