চেন্নাই: টুর্নামেন্ট ঠিক শুরু হওয়ার মুখে তাঁর করোনা ধরা পড়ে। সংক্রমণে কাবু হয়ে পড়েন। করোনাকে হারিয়ে সদ্য দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন। আর রবিবারই খেললেন এবারের আইপিএলের প্রথম ম্যাচ। মাঠে নেমেই নায়ক অক্ষর পটেল। বল হাতে নিলেন ২ উইকেট। সেই সঙ্গে এবারের টুর্নামেন্টের প্রথম সুপার ওভারে দুরন্ত বোলিং করে দিলেন মাত্র ৮ রান। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লির রুদ্ধশ্বাস জয়ের অন্যতম নায়ক বাঁহাতি স্পিনার অক্ষর পটেল।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত চিপকে সব ম্য়াচই হয়েছে লো স্কোরিং। প্রথম ইনিংসের গড় স্কোর ১৫৪। এমনিতেও খুব বেশি রান ওঠার নজির নেই এই মাঠে। আইপিএলের ইতিহাসে এই মাঠে প্রথমে ব্য়াট করে গড় স্কোর ১৬৩। শেষ তিনটি ম্যাচে প্রথম ব্যাট করা দল ১৪০ রানও তুলতে পারেনি। তবে মন্থর উইকেটেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ব্যাট করে দিল্লি ভাল রান তোলে। নির্ধারিত ২০ ওভারে দিল্লি তোলে ৪ উইকেটে ১৫৯ রান।ব্যাট হাতে দলকে ভরসা দেন ওপেনার পৃথ্বী শ। ৩৯ বলে ৫৩ রান করেন মুম্বইয়ের ক্রিকেটার। তাঁর ইনিংসে ছিল ৭ চার ও একটি ছক্কা। ২৬ বলে ২৮ রান করে আউট হন শিখর ধবন। অধিনায়ক ঋষভ পন্থ ২৭ বলে ৩৭ রান করেন। শেষের দিকে চালিয়ে খেলে ২৫ বলে ৩৪ রান করেন স্টিভ স্মিথ। হায়দরাবাদ বোলারদের মধ্যে ৪ ওভারে ৩১ রানে ২ উইকেট সিদ্ধার্থ কৌলের। ৩১ রানে ১ উইকেট রশিদ খানের। কোনও উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২১ রান দেন জগদীশা সুচিথ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নারকে হারায় হায়দরাবাদ। ৬ রানে রান আউট হয়ে যান তিনি। তবে ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেন জনি বেয়ারস্টো ও কেন উইলিয়ামসন। ১৮ বলে ৩৮ রান করে বেয়ারস্টো ফিরলেও লড়াই চালান উইলিয়ামসন। ৫১ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে শেষ দিকে ম্যাচে নাটকীয়তা আনেন জগদীশা সুচিথ। ৭ উইকেট পড়ে গিয়েছে, শেষ ওভারে বাকি ১৬ রান। সুচিথ ৬ বলে ২টি চার ও একটি ছক্কা মেরে ১৪ রান করেন। ১৫ রান তোলে হায়দরাবাদ। ম্যাচ গড়ায় সুপার ওভারে। অক্ষর ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট নেন।
সুপার ওভারে বল করার জন্য বাঁহাতি স্পিনার অক্ষরকেই বেছে নেয় দিল্লি। সুপার ওভারে ডেভিড ওয়ার্নার ও উইলিয়ামসনের সামনে মাত্র ৮ রান খরচ করেন অক্ষর। সুপার ওভারের একেবারে শেষ বলে সেই রান তুলে দেয় দিল্লি। ম্যাচ টাই হলেও সুপার ওভারে হায়দরাবাদকে হারায় দিল্লি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দু নম্বরে উঠে এল দিল্লি। ম্যাচের সেরা হয়েছেন পৃথ্বী।