চেন্নাই: চলতি আইপিএলে এখনও পর্যন্ত চিপকে সব ম্য়াচই হয়েছে লো স্কোরিং। প্রথম ইনিংসের গড় স্কোর ১৫৪। এমনিতেও খুব বেশি রান ওঠার নজির নেই এই মাঠে। আইপিএলের ইতিহাসে এই মাঠে প্রথমে ব্য়াট করে গড় স্কোর ১৬৩। শেষ তিনটি ম্যাচে প্রথম ব্যাট করা দল ১৪০ রানও তুলতে পারেনি। তবে মন্থর উইকেটেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ব্যাট করে দিল্লি ভাল স্কোর বোর্ডে তুলল। নির্ধারিত ২০ ওভারে দিল্লি তুলল ৪ উইকেটে ১৫৯ রান।
ব্যাট হাতে দলকে ভরসা দিলেন ওপেনার পৃথ্বী শ। ৩৯ বলে ৫৩ রান করেন মুম্বইয়ের ক্রিকেটার। তাঁর ইনিংসে ছিল ৭ চার ও একটি ছক্কা। ২৬ বলে ২৮ রান করে আউট হন শিখর ধবন। অধিনায়ক ঋষভ পন্থ ২৭ বলে ৩৭ রান করেন। শেষের দিকে চালিয়ে খেলে ২৫ বলে ৩৪ রান করেন স্টিভ স্মিথ। হায়দরাবাদ বোলারদের মধ্যে ৪ ওভারে ৩১ রানে ২ উইকেট সিদ্ধার্থ কৌলের। ৩১ রানে ১ উইকেট রশিদ খানের। কোনও উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২১ রান দেন জগদীশা সুচিথ।
মুম্বইয়ে তিন ম্যাচ খেলে দুটি জিতেছিল দিল্লি। চিপকে অপেক্ষাকৃত মন্থর পিচে মানিয়ে নিতে সমস্যায় পড়লেও আগের ম্যাচে অমিত মিশ্রর দুরন্ত বোলিংয়ের সুবাদে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে দিল্লি। রবিবারও মিশ্রর ম্যাজিকের দিকে তাকিয়ে থাকবে দিল্লি। অন্যদিকে করোনা সারিয়ে দলে যোগ দিয়েছেন দিল্লির বাঁহাতি স্পিনার অক্ষর পটেল। রবিবার প্রথম একাদশে খেলানো হচ্ছে তাঁকে। বল হাতে তিনিও ভেল্কি দেখাতে পারেন।
টানা তিন ম্যাচে হার দিয়ে এবারের আইপিএলে অভিযান শুরু করেছিল হায়দরাবাদ। সেখান থেকে আগের ম্য়াচে রান তাড়া করে একপেশেভাবে জিতেছিলেন ডেভিড ওয়ার্নাররা। যা দলের মনোবলকে বাড়িয়ে দিয়েছে। চোট সারিয়ে দলে ফিরেছেন কেন উইলিয়ামসন। পাশাপাশি ব্যাট হাতে দুরন্ত ফর্মে জনি বেয়ারস্টো। ইনিংস ওপেন করার সুযোগ পেয়ে তিনি মেজাজে ব্যাট করছেন। রবিবার তাঁকে থামানোর চ্যালেঞ্জ দিল্লির বোলারদের। পারবেন ওয়ার্নাররা মন্থর চিপকে ম্যাচ বার করে নিতে?