আবু ধাবি: বিশ্বের তাবড় তাবড় পেসারকে সামলেছেন। ডেন স্টেইন, লসিথ মালিঙ্গা, ট্রেন্ট বোল্ট থেকে শুরু করে এমন অনেক নামিদামি পেসার রয়েছেন, যাঁদের হেসেখেলে সামলেছেন। এবার বিরাট কোহলি মজে রয়েছেন অনামী এক পেসারের বোলিংয়ে। সানরাইজার্স হায়দরাবাদের উমরান মালিকের ঘন্টায় দেড়শো কিলোমিটার গতিতে বলে এখনও মজে রয়েছেন ভারত অধিনায়ক। 


গতকাল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ম্যাচ ছিল আরসিবির। সেই ম্যাচে কেন উইলিয়ামসন বাহিনীর কাছে হারতে হয় বিরাট ব্রিগেডকে। আর তার অন্যতম কারণ উমরান মালিকের অনবদ্য বোলিং। ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ১টি মাত্র উইকেট তুললেও জম্মু কাশ্মীরের এই তরুণ পেসারের বোলিং নজর কেড়েছে বিরাটেরও। তিনি বলেন, 'প্রতি বছরই এই টুর্নামেন্ট নতুন নতুন প্রতিভা তুলে আনে। ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করছে একজন, এমনটা দেখলেও ভাল লাগে।' তিনি আরও বলেন, 'যেভাবে তরুণ পেস বোলাররা উঠে আসছে, তাতে এটুকু বলাই যায় যে ভারতীয় ক্রিকেটের পেস বোলিংয়ের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। আইপিএলেই এমন অসাধারণ পারফরম্যান্স দেখা যায়। এবার শুধু ঠিকভাবে গড়ে তুলতে হবে নিজেকে।'


আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় ওভারে ছয়টি বলে উমরানের গতি ছিল যথাক্রমে ১৪৭কিমি, ১৫১কিমি, ১৫২কিমি, ১৫৩কিমি, ১৫২কিমি ও ১৪৬কিমি। তুলে নিয়েছেন এস ভরতের উইকেট। এক দলের প্লে অফের যোগ্যতা অর্জন আগেই হয়ে গিয়েছে। অন্য দল প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ সেই অর্থে ছিল কার্যত নিয়মরক্ষার। তবে বিরাট কোহলিদের সামনে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ওপরের দিকে উঠে আসার সুযোগ ছিল। পয়েন্ট টেবিলে আপাতত কোহলিরা আছেন তিন নম্বরে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারের শেষে হায়দরাবাদ তুলেছিল ১৪১/৭। জবাবে ব্যাট করতে নেমে ১৩৭/৬ স্কোরে আটকে যায় আরসিবি। গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে ৪০ রান করে রান আউট হয়ে যান। সেখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। রান পাননি কোহলি। দেবদত্ত পড়িক্কল ৫২ বলে ৪১ রান করেন।