দুবাই: পরপর উইকেট পড়ছিল উল্টোদিকে। কিন্তু ক্রিজের একপ্রান্তে তিনি টিকে ছিলেন। শেষ পর্যন্ত ঝকঝকে অর্ধশতরানের ইনিংস খেললেন ফাফ ডু প্লেসি। প্রোটিয়া তারকার ৫৫ বলে ৭৬ রানের ইনিংসের ওপর ভর করেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৪ রান তুলে নিল চেন্নাই সুপার কিংস।
আইপিএলের পয়েন্ট টেবিলে সিএসকে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে। প্লে অফ পাকা। অন্যদিকে পঞ্জাব কিংস পয়েন্ট টেবিলে রয়েছে ৬ নম্বরে। এবারের আইপিএল খুব একটা ভাল যায়নি কে এল রাহুলের দলের। তবে লিগে নিজেদের শেষ ম্যাচে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপকে বেশ সমস্যায় ফেললেন পঞ্জাব বোলাররা। দুরন্ত ফর্মে থাকা রুতুরাজ গায়কোয়াডের ব্য়াট এদিন চলেনি একদমই। মাত্র ১২ রান করে অর্শদীপের বলে ফিরে যান তিনি। পঞ্জাবের এই তরুণ বোলার এদিনও দারুণ স্পেল করলেন। সিএসকের টপ অর্ডারে পরপর ২ উইকেট তুলে নিলেন তিনি। রুতুরাজের পর ফেরালেন মঈন আলিকেও। এরপর উথাপ্পাকে ফেরালেন পঞ্জাব একাদশে এবার সুযোগ পাওয়া ক্রিস জর্ডন। তিনি ফিরিয়ে দেন আম্বাতি রায়ডুকেও।
সুযোগ ছিল এদিন মহেন্দ্র সিংহ ধোনির কাছে দলকে টেনে তোলার। মারা শুরু করেছিলেন। কিন্তু রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে যান তিনিও। ১২ রান করেন ফিরে যান তিনি। একদিকে যখন ক্রমাগত উইকেট পড়ছে, অন্যদিকে তখন ক্রিজে টিকে থেকে দলকে টেনে তোলার কাজ করছিলেন ফাফ ডু প্লেসি। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আরও একটি অর্ধশতরান এল সিএসকের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটারের ব্যাট থেকে। ৫৫ বলে ৭৬ রানের ইনিংসে হাঁকালেন ৮টি বাউন্ডারি ও ২টো ছক্কা। শেষ পর্যন্ত রবীন্দ্র জাদেজা ও ডোয়েন ব্র্যাভো অপরাজিত থাকেন। পঞ্জাব বোলারদের মধ্যে এদিন ২টো করে উইকেট পান অর্শদীপ ও ক্রিস জর্ডন। ১টি উইকেট পান রবি বিষ্ণোই ও মহম্মদ শামি।