শারজা: একসময়ের দেশের অন্যতম তারকা অলরাউন্ডার হিসেবে মানা হত তাঁকে। কিন্তু চোট আঘাত কেরিয়ারে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছেন হার্দিক পাণ্ড্যর। ২২ গজে ফিরলেও বল হাতে দেখা যাচ্ছে না তারকা অলরাউন্ডারকে। দিল্লি ক্যাপিলটালসের হয়ে মাঠে নামার আগে হার্দিক এই বিষয়ে মুখ খুলেছেন।

  


এক সাক্ষাৎকারে হার্দিক বলেন, 'ব্যাটে রান পাওয়াটা খুব দরকার যখন দল জেতে। দলের জন্য রান করাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। উইকেটের পরিস্থিতি বুঝে ব্যাটিং করাটাই আমাদের লক্ষ্য। বল প্রতি ম্যাচ এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। দিল্লি ম্যাচ আমাদের কাছে ডু অর ডাই গেম।'


এরপর হার্দিকের বোলিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানেই তিনি বলেন, 'খুব তাড়াতাড়িই তা হবে। আমাকে দেখা যাবে হয়ত বল করতে। প্রস্তুতি পুরোদমে চলছে।' কিছুদিন আগেই মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে বলেছিলেন যে যদি হার্দিক বল করে, তাহলে তাঁর ব্যাটিংয়ে সমস্যা তৈরি হতে পারে। এবার হার্দিকের কথা থেকে এটা পরিষ্কার যে এখনও বোলিং করার মতো ফিট হয়ত তিনি নন। সেই জন্যই শুধু ব্যাট হাতেই দেখা যাচ্ছে তাঁকে। 


এদিকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলে বড় রান তুলতে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স। শারজায় আইপিএলে শনিবারের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৯ রান বোর্ডে তুলতে সক্ষম হল রোহিত শর্মার দল। 


আইপিএলের প্লে অফের লড়াই জমে গিয়েছে। গতকাল পঞ্জাব কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আরও জমিয়ে দিয়েছে প্লে অফের রাস্তা। এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ ঘিরে আকর্ষণ বেড়ে গিয়েছিল। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল, তা প্রমাণ করে দেন দিল্লির বোলাররা। প্রথম ওভারে বাউন্ডারি হাঁকালেও, মাত্র ৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। আবেশ খানের বলে ক্যাচ আউট হয়ে যান তিনি।