হায়দরাবাদ: আইপিএলের মাঝপথে বড় ধাক্কা সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। হাঁটুর চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন পেসার টি নটরাজন। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে বলে শুক্রবার নিজেই জানিয়েছেন নটরাজন। আইপিএল খেলতে না পেরে তিনি যে ভীষণ হতাশ, একটি ভিডিও বার্তায় তাও জানিয়েছেন ডানহাতি পেসার।


চলতি আইপিএলে দুটি ম্যাচ খেলেছেন নটরাজন। যদিও তাঁর হাঁটুর চোট আইপিএলে লাগেনি। সূত্রের খবর, নটরাজন এই চোট পেয়েছিলেন জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরে। যেখানে নেটবোলার হিসাবে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর দলের প্রধান পেসারদের চোট তাঁর সামনে জাতীয় দলের দরজাটা খানিকটা অভাবনীয়ভাবে খুলে দিয়েছিল। সুযোগ কাজে লাগিয়েছিলেন নটরাজন। নজর কেড়েছিলেন বল হাতে।


শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের তরফে একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে নটরাজন বলেছেন, 'আইপিএলের বাকি ম্যাচে আমি খেলতে পারব না ভেবে খারাপ লাগছে। গত মরসুম ভাল খেলার পর এবং ভারতের হয়ে খেলার জন্যে এ বার আমার নিজের ওপর অনেক প্রত্যাশা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। তাই এই মরসুমে আর খেলতে পারব না। কথা বলার মতো কোনও ভাষা এই মুহূর্তে আমার নেই। আশা করি সানরাইজার্স হায়দরাবাদ তাদের প্রতিটি ম্যাচে জিতবে। ওদের শুভেচ্ছা জানাই।'



জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফরে নটরাজনের হাঁটুতে চোট লাগার পর তিনি দেশে ফিরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমি (এনসিএ)-তে যান। কিন্তু সেখানে রিহ্যাব করলেও তাঁর ওই চোট নাকি পুরোপুরি সারেনি। অথচ সেই অবস্থাতেই তিনি দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলেন। তাতেই হিতে বিপরীত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র দাবি করেছে, অতিরিক্ত চাপ নেওয়ার কারণেই নাকি চোট পেয়েছেন নটরাজন। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য গিয়েছিল ও। ইংল্যান্ড সিরিজের জন্য ফিট ঘোষণা করা হয়েছিল ওকে। কিন্তু ও ম্যাচ খেলার জন্য তৈরি ছিল না। তাড়াহুড়ো করতে গিয়ে আরও সমস্যায় পড়ল।'


অঘটন! গেল-রাহুলের ব্যাটে মুম্বইকে ৯ উইকেটে হারাল পঞ্জাব