দুবাই: প্রতিপক্ষ শুধু যে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তাই নয়, প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া একমাত্র দল। রবিবার সেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাও এমন একটা দিনে, যেদিন দলের মালিক শাহরুখ খানের পুত্র আরিয়ান মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন। যা সব মিলিয়ে একটা গুমোট পরিবেশ তৈরি করেছে নাইট শিবিরের অন্দরমহলেও।


প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্স আগের ম্য়াচে হেরে যাওয়ায় সুবিধা হয়েছে শাহরুখ খানের দলের। ১২ ম্যাচের শেষে ১০ পয়েন্ট করে পেয়েছে কেকেআর, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স (আরসিবি বনাম পঞ্জাব ম্যাচের আগে পর্যন্ত)। তবে নেট রান রেট সবচেয়ে ভাল হওয়ায় চার নম্বরে রয়েছে কেকেআর। হিসেব বলছে, কেকেআর যদি নিজেদের বাকি দুই ম্যাচ জেতে, তাহলে সরাসরি প্লে অফের যোগ্যতা অর্জন করবে। কিন্তু যদি এক ম্যাচে হেরে যায়, তখন নির্ভর করতে হবে অন্যান্য দলের ফলের ওপর।


এবং সেক্ষেত্রে পঞ্জাব, রাজস্থান ও মুম্বই - তিন দলকে বাকি থাকা দুটি করে ম্যাচের মধ্যে অন্তত একটি করে ম্যাচ হারতেই হবে।


রবিবার কলকাতার বড় কাঁটা হতে পারেন বাংলারই এক ক্রিকেটার। যিনি নিজে একসময় কেকেআরে খেলেছেন। ঋদ্ধিমান সাহা। হায়দরাবাদের হয়ে চলতি আইপিএলে নিয়মিতভাবে ইনিংস ওপেন করছেন বঙ্গ তারকা। এবং রানও পাচ্ছেন। রবিবার কেকেআরের বিরুদ্ধে ঋদ্ধির একটা ঝোড়ো ইনিংস নাইটদের প্লে অফ ভাগ্যকে অঙ্কের গোলকধাঁধায় জড়িয়ে ফেলতে পারে।


কেকেআর চোট সমস্যাতেও জর্জরিত রয়েছে। অলরাউন্ডার আন্দ্রে রাসেলের হ্যামস্ট্রিংয়ের চোট যে গোটা দলের ভারসাম্য নষ্ট করে দিয়েছে, এবিপি লাইভের প্রশ্নে জানিয়েছিলেন স্বয়ং কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম। রাসেল সুস্থ কি না, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। ভোগাচ্ছে বল হাতে দুরন্ত ফর্মে থাকা পেসার লকি ফার্গুসনের চোটও। হায়দরাবাদের বিরুদ্ধে ফার্গুসন খেলতে পারবেন কি না, কেকেআর শিবির থেকে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।


কখন, কোথায় দেখবেন কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচ: স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি চ্যানেল ও হটস্টার মোবাইল অ্যাপে, ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০