দুবাই: আইপিএলের মাঝেই দুবাইয়ে ঝড় তুললেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। তবে ব্যাট হাতে নয়, বাইশ গজের বাইরে। এবং যুবির প্রতিপক্ষ কোনও বোলার নয়। আস্ত একটি 'লাইগার'। যেটি আসলে বাঘ ও সিংহের সংকর প্রজাতি। বিশাল একটি বাঘের সঙ্গে রীতিমতো দড়ি টানাটানি লড়লেন ভারতের ২০১১ বিশ্বকাপের নায়ক!


যুবরাজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যুবি নিজেই শেয়ার করেছেন সেটি। ভিডিওটিতে যুবরাজকে দেখা যাচ্ছে মরুদেশে বাঘের সঙ্গে দড়ি টানাটানি করতে। পরে একটি বিশালাকার সাপকে গলায় জড়িয়ে ছবিও তুলেছেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার।


যুবরাজ গিয়েছিলেন দুবাইয়ের 'ফেম পার্ক'-এ। যে পার্ক বিখ্যাত। কারণ, এখানে বন্যপ্রাণীদের সঙ্গে বিভিন্ন খেলা থেকে শুরু করে তাদের সঙ্গে ছবি তোলার সুযোগ, সবই পাওয়া যায়। ফেম পার্কে গিয়ে যুবরাজ ও তাঁর সঙ্গীরা একটি বিশাল লাইগারের সঙ্গে দড়ি টানাটানি করেন। একদিকে মুখে দড়ি নিয়ে সজোরে টানছে একটি পূর্ণবয়স্ক লাইগার। দড়ির অন্য প্রান্তে যুবি ও তাঁর বন্ধুরা। মাঝখানে অবশ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ছিল একটি কাচের দেওয়াল।



পরে একটি হলুদ রংয়ের বিশাল সাপ গলায় জড়িয়ে ছবি তোলেন যুবি। সেই সঙ্গে ভালুকের সঙ্গে খুনসুটি, জিরাফকে নিজে হাতে করে খাওয়ানোর মতো রোমাঞ্চকর সব অভিজ্ঞতা ফেম পার্কে হয়েছে যুবরাজের। যুবি নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'টাইগারের সঙ্গে লাইগারের লড়াই। এবং শেষ পর্যন্ত লড়াইয়ের ফলাফল কী হল সকলেই জানেন। ভয় কাটিয়ে জঙ্গলের প্রকৃতির মধ্যে দারুণ সময় কাটালাম।'


পাশাপাশি ফেম পার্কে সকল জীবজন্তুর যে ভালমতো পরিচর্যা করা হয়, সেটাও তুলে ধরেছেন যুবি। লিখেছেন, 'ফেম পার্কে সমস্ত জীবজন্তুর দারুণ খেয়াল রাখা হয়। ওরা ভীষণ সুরক্ষিত। ওদের ট্রেনাররা সকলেই সুপ্রশিক্ষিত। জীবজন্তুদের বোঝে। এই ভিডিও তৈরির সময় কোনও পশুর ক্ষতি হয়নি।'