KKR vs MI Live: মুম্বইয়ের ১৫৫ রান তাড়া করতে নেমে জয়ের পথে কলকাতা

IPL 2021, Match 31, KKR vs MI: আজ নাইটদের (Kolkata Knight Riders) অগ্নিপরীক্ষা। কারণ, সামনে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে যে দল কলকাতা নাইট রাইডার্সের কাছে ত্রাসের সমান।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Sep 2021 10:38 PM
KKR vs MI LIVE Score Updates: মুম্বই বধ নাইটদের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয় নাইট রাইডার্সের। ২৯ বল বাকি থাকতেই জয়।

KKR vs MI LIVE: ৭ রানে আউট মর্গ্যান

৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন মর্গ্যান। বুমরার বলে ক্যাচ আউট হলেন তিনি।

KKR vs MI LIVE Score Updates: ক্রিজে এলেন নাইট অধিনায়ক

রাহুল ত্রিপাঠীকে সঙ্গ দিতে ক্রিজে এলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অইন মর্গ্যান।

KKR vs MI LIVE: ৫৩ রান করে বোল্ড হলেন আইয়ার

৩০ বলে ৫৩ রান করে বোল্ড হলেন আইয়ার। কেকেআর ১২৮/২।

KKR vs MI LIVE Score Updates: ২৯ বলে হাফসেঞ্চুরি রাহুল ত্রিপাঠির

২৯ বলে হাফসেঞ্চুরি রাহুল ত্রিপাঠির। মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পথে কলকাতা।

KKR vs MI LIVE Score Updates: ২৫ বলে হাফসেঞ্চুরি করলেন বেঙ্কটেশ আইয়ার

২৫ বলে হাফসেঞ্চুরি করলেন বেঙ্কটেশ আইয়ার। আইপিএলে প্রথম হাফসেঞ্চুরি।

KKR vs MI LIVE Score Updates: কেকেআরের স্কোর ৯৭/১

৯ ওভারের শেষে কেকেআরের স্কোর ৯৭/১। ক্রিজে রাহুল ত্রিপাঠি ও বেঙ্কটেশ আইয়ার।

KKR vs MI Live: ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ৬৩/১

পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ৬৩/১।

KKR vs MI LIVE Score Updates: শুভমনকে ফেরালেন বুমরা

কেকেআর শিবিরে ধাক্কা বুমরার। বোল্ড করে দিলেন শুভমন গিলকে (৯ বলে ১৩ রান)। কেকেআরের স্কোর ৪০/১।

KKR vs MI LIVE Score Updates: কেকেআরের স্কোর বিনা উইকেটে ১৫

প্রথম ওভারে জোড়া ছক্কা হজম করলেন ট্রেন্ট বোল্ট। কেকেআরের স্কোর বিনা উইকেটে ১৫ রান।

KKR vs MI LIVE Score Updates: পোলার্ড ও ক্রুণালকে এক ওভারে ফিরিয়ে ধাক্কা ফার্গুসনের

ভাল প্রত্যাবর্তন কেকেআর বোলারদের। ২০ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৫৫/৬। 

KKR vs MI LIVE Score Updates: ফার্গুসনের বলে ফিরলেন ঈশান

লকি ফার্গুসনের বলে ফিরলেন ঈশান কিষাণ (১৩ বলে ১৪ রান)। মুম্বইয়ের স্কোর ১১৯/৪।

KKR vs MI LIVE: প্রসিদ্ধের বলে ফিরলেন কুইন্টন

প্রসিদ্ধের বলে ফিরলেন কুইন্টন (৪২ বলে ৫৫ রান)। মুম্বইয়ের স্কোর ১৫ ওভারে ১০৬/৩।

KKR vs MI LIVE Score Updates: হাফসেঞ্চুরি কুইন্টন ডি'ককের

৩৭ বলে হাফসেঞ্চুরি কুইন্টন ডি'ককের। ১৪ ওভারের শেষে মুম্বই ১০১/২।

KKR vs MI LIVE Score Updates: সূর্যকুমারকে ফেরালেন প্রসিদ্ধ

সূর্যকুমার যাদবকে (১০ বলে ৫ রান) ফেরালেন প্রসিদ্ধ কৃষ্ণ। মুম্বইয়ের স্কোর ৮৯/২।

KKR vs MI LIVE Score Updates: মুম্বইয়ের স্কোর ৮৯/১

১২ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৮৯/১।

KKR vs MI LIVE Score Updates: নারাইনের বলে গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত

৩০ বলে ৩৩ রান করে সুনীল নারাইনের বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত শর্মা। মুম্বই ৭৮/১।

KKR vs MI LIVE Score Updates: ৯ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৭৭/০

ঝোড়ো শুরু মুম্বইয়ের। ৯ ওভারের শেষে স্কোর ৭৭/০। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (৩৩ ব্যাটিং) ও কুইন্টন ডি'কক (৪১ ব্যাটিং)

KKR vs MI Live: কেকেআরের বিরুদ্ধে ভাল শুরু মুম্বইয়ের

কেকেআরের বিরুদ্ধে ভাল শুরু মুম্বইয়ের। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ৫৬ রান।

MI vs KKR LIVE: বরুণকে পরপর দু'বলে বাউন্ডারি রোহিতের

বরুণ চক্রবর্তীকে পরপর দু'বলে বাউন্ডারি মারলেন রোহিত শর্মা। ৪ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ২৯/০।

KKR vs MI Live: রানাকে দিয়ে বোলিং ওপেন করাল কেকেআর

প্রথম ওভারেই চমক কেকেআরের। নীতিশ রানাকে দিয়ে বোলিং ওপেন করালেন অইন মর্গ্যান। এক ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫/০।

KKR vs MI Live: আনমোলপ্রীতের পরিবর্তে খেলছেন রোহিত

রোহিত শর্মা খেলছেন কেকেআরের বিরুদ্ধে। টসের পর জানালেন, আগের ম্যাচের সফল অনমোলপ্রীত সিংহের বদলে প্রথম একাদশে ফিরেছেন তিনি।

প্রেক্ষাপট

আবু ধাবি: আইপিএলে (IPL) আজ নাইটদের (Kolkata Knight Riders) অগ্নিপরীক্ষা। কারণ, সামনে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে যে দল কলকাতা নাইট রাইডার্সের কাছে ত্রাসের সমান। অথচ প্লে অফের দৌড়ে টিকে থাকতে গেলে জয় জরুরি শাহরুখের যোদ্ধাদের।


আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৮ বার মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ২২ বার জিতেছে মুম্বই। মাত্র ৬ ম্যাচ জিতেছে কেকেআর। এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে, কতটা একপেশে ভাবে ২ দলের লড়াইয়ে এগিয়ে রয়েছে মুম্বই। যদিও প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে নাইট শিবির। যা মুম্বই ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে সোনালি-বেগুনি বাহিনীকে।


সংযুক্ত আরব আমিরশাহিতে এবার নিজেদের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। বলের হিসাবে সবচেয়ে বড় জয় শাহরুখ খান-জুহি চাওলার দলের। ৬০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছিল কেকেআর। এর আগে ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৭ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিলেন নাইটরা। তবে গত সোমবারের বিরাট কোহলির বাহিনীকে হারিয়ে সেই রেকর্ড ছাপিয়ে গেল কেকেআর।


অন্যদিকে রোহিত, হার্দিকহীন মুম্বই ইন্ডিয়ান্স আমিরশাহিতে তাদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে গিয়েছিল। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সেদিন নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১৫৬/৬। এরপর ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা খারাপ হয়নি। ৫ ওভারে ৩৫ রান তুলে ফেলেছিল তারা। তবে কুইন্টন ডি'কক ও অনমোলপ্রীত সিংহকে পরপর ফিরিয়ে চেন্নাইকে লড়াইয়ে রেখেছিলেন দীপক চাহার। ৪ ওভারে যিনি মাত্র ১৯ রান খরচ করে ২ উইকেট তুলে নেন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই। একমাত্র সৌরভ তিওয়ারি (৪০ বলে ৫০ রান) ছাড়া আর কেউই রান পাননি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান পর্যন্তই বোর্ডে তুলতে পারে মুম্বই।


বৃহস্পতিবার শেষ হাসি কার?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.