KKR vs RR LIVE: ৬ উইকেটে কেকেআরকে হারাল রাজস্থান
IPL 2021 LIVE Updates, Kolkata Knight Riders and Rajasthan Royals match: কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস, ব্যাটিং টপ অর্ডার নিয়ে সমস্যায় জর্জরিত দুই দলই।
১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে ফেলল রাজস্থান। ৬ উইকেটে হেরে পয়েন্ট টেবিলে সকলের নীচে নেমে গেল কেকেআর।
১৭ ওভারের শেষে কেকেআরের স্কোর ১২১৪। ম্য়াচ জিততে ১৮ বলে চাই আর ১৩ রান।
১৬ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১১৩/৪। ২৪ বলে আর ২১ রান চাই রাজস্থানের।
প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট হলেন রাহুল তেওয়াটিয়া। ১৪ ওভারের শেষে রাজস্থান ১০১/৪।
রাহুল তেওয়াটিয়ার ক্যাচ ফেললেন শুভমন গিল। ১৩ ওভারে রাজস্থান ৯৭/৩।
বরুণ চক্রবর্তীর বলে ১৮ বলে ২২ রান করে আউট হলেন শিবম দুবে। ১১ ওভারে রাজস্থানের স্কোর ৮৫/৩।
৯ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৭৭/২। ক্রিজে সঞ্জু স্যামসন (১৯ বলে ২৭) ও শিবম দুবে (১২ বলে ১৭ রান)।
৭ ওভারের শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেটে ৫৯ রান তুলেছে।
১৭ বলে ২২ রান করে শিবম মাভির বলে আউট হলেন যশস্বী জয়সবাল। ৫ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৪১/২।
বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হয়ে গেলেন জস বাটলার। ৪ ওভারে রাজস্থানের স্কোর ৩০/১।
২ ওভারের শেষে রাজস্থানের স্কোর বিনা উইকেটে ১২।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলল কেকেআর। ৪ উইকেট ক্রিস মরিসের।
চলল না আন্দ্রে রাসেলের ব্যাট। ৭ বলে ৯ রান করে ক্রিস মরিসের বলে ফিরলেন তিনি। একই ওভারে ২৪ বলে ২৫ রান করে চেতন সাকারিয়ার দুরন্ত ক্যাচে ফিরলেন দীনেশ কার্তিক। ১৮ ওভারের শেষে কেকেআরের স্কোর ১১৯/৭।
২৬ বলে ৩৬ রান করে মুস্তাফিজুর রহমানের বলে ফিরলেন রাহুল ত্রিপাঠি। ১৬ ওভারের শেষে কেকেআর ৯৮/৫।
১৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ৪ উইকেটে ৯৩। ক্রিজে রাহুল ত্রিপাঠি ও দীনেশ কার্তিক।
১৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ৪ উইকেটে ৮৪ রান।
১৩ ওভারের শেষে কেকেআরের স্কোর ৭৬/৪। ২১ বলে ৩৩ রানে অপরাজিত রাহুল ত্রিপাঠি।
কোনও বল না খেলেই দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে গেলেন অইন মর্গ্যান। ৬১/৪ হয়ে গেল কেকেআর।
সুনীল নারাইনকে চার নম্বরে ব্য়াট করতে পাঠিয়েছিল কেকেআর। ৭ বলে ৬ রান করে জয়দেব উনাদকাটের বলে আউট হয়ে গেলেন তিনি। দুরন্ত ক্যাচ নিলেন যশস্বী জয়সবাল। ১০ ওভারে কেকেআরের স্কোর ৫৫/৩।
২৫ বলে ২২ রান করে চেতন সাকারিয়ার বলে কট বিহাইন্ড হয়ে গেলেন নীতিশ রানা। ৪৫ রানে ২ উইকেট হারাল কেকেআর।
৮ ওভারের শেষে নাইটদের স্কোর ৪৫/১। অষ্টম ওভারের কেকেআর তুলল ৮ রান।
জয়দেব উনাদকাটকে ছক্কা মারলেন নীতিশ রানা। ম্যাচের প্রথম ছয়। ৭ ওভারের শেষে কেকেআর ৩৭/১।
ফের ব্যর্থ শুভমন। ১৯ বলে ১১ রান করে রান আউট হয়ে গেলেন পঞ্জাবের ক্রিকেটার। ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে মাত্র ২৫ রান।
৫ ওভারে মাত্র ২৩ রান তুলল কেকেআর। ১৭ বলে ১১ রানে খেলছেন শুভমন গিল।
মুস্তাফিজুর রহমানের বলে শুভমন গিলের ক্যাচ ফেলে দিলেন যশস্বী জয়সবাল। ৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ২১/০।
সতর্ক শুরু নাইটদের। তিন ওভারের শেষে কোনও উইকেট না হারিয়ে কেকেআরের স্কোর ১৪ রান।
২ ওভারের শেষে কোনও উইকেট না হারিয়ে কেকেআর ৮/০।
প্রথম ওভারের শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৩ রান।
আগের ম্যাচের দল থেকে একটি পরিবর্তন করেছে কেকেআর। কমলেশ নাগরকোটির পরিবর্তে খেলানো হচ্ছে শিবম মাভিকে।
প্রেক্ষাপট
মুম্বই: কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস, ব্যাটিং টপ অর্ডার নিয়ে সমস্যায় জর্জরিত দুই দলই। বেন স্টোকস আঙুলে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর জস বাটলারের ওপর আস্থা দেখিয়েছিল রাজস্থান। কিন্তু সুযোগ পাওয়ার পর তিন ইনিংসের মধ্যে দুটিতেই পাওয়ার প্লে-র ভেতর আউট হয়ে গিয়েছেন বাটলার। ওপেন করতে নেমে চার ইনিংসে চার ওভারের বেশি স্থায়ী হতে পারেননি মনন ভোরা। আইপিএলের সবকটি দলের মধ্য়ে পাওয়ার প্লে-তে সবচেয়ে কম গতিতে রান তুলেছে রাজস্থান। ওভার প্রতি মাত্র ৬.৭৫। তাই পাওয়ার প্লে-তে বিগহিটিং কাঁটা রাজস্থানের। মননের পরিবর্তে যশস্বী জয়সবালকে খেলাচ্ছে রাজস্থান।
পাওয়ার প্লে-র ব্যাটিং নিয়ে সমস্যায় নাইট শিবিরও। নীতিশ রানা করোনা থেকে সেরে ওঠার পর রান করছেন। কিন্তু শুভমন গিল ছন্দে নেই। শুরুর দিকে রান ওঠার গতি কম হওয়ায় লোয়ার মিডল অর্ডারের ওপর চাপ বাড়ছে কেকেআরের। রাজস্থানের বিরুদ্ধে কৌশলগত পরিবর্তন দেখা যেতে পারে কেকেআরের। এখনও পর্যন্ত চলতি আইপিএলের চার ম্য়াচেই কেকেআরের হয়ে বোলিং আক্রমণ শুরু করছেন স্পিনাররা। রাজস্থান আবার চার ম্যাচে পাওয়ার প্লে-তে দশ উইকেট হারিয়েছে এবং সবকটিই পেসারদের বিরুদ্ধে। তাই শনিবার প্যাট কামিন্স বা প্রসিদ্ধ কৃষ্ণর হাতে নতুন বল তুলে দেওয়া হলে অবাক হওয়ার কিছু নেই। কেকেআর আগের ম্যাচে খেলা কমলেশ নাগরকোটির পরিবর্তে এই ম্যাচের প্রথম একাদশে সুযোগ দিয়েছে পেসার অলরাউন্ডার শিবম মাভিকে।
দুই দলের প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্স: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, অইন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, প্যাট কামিন্স, শিবম মাভি, বরুণ চক্রবর্তী ও প্রসিদ্ধ কৃষ্ণ।
রাজস্থান রয়্যালস: জস বাটলার, যশস্বী জয়সবাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -