মুম্বই: পেশাদারিত্বের যেন নতুন নিদর্শন পেশ করলেন মহেন্দ্র সিংহ ধোনি।


মা-বাবা দুজনই করোনায় আক্রান্ত। অবস্থা এমনই যে, দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিজের কর্তব্য়ে গাফিলতির রাস্তায় হাঁটেননি ধোনি। অন্য অনেকেই যখন পারিবারিক এই সঙ্কটের সময় দৌড়ে যেতেন, ধোনি সেখানে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে নিজের দায়িত্ব পালনে জোর দিয়েছেন।


সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ লাগাম ছাড়িয়েছে। প্রত্যেকদিনই আক্রান্তের সংখ্যা আগের রেকর্ডকে পিছনে ফেলছে। রাজনৈতিক জগৎ থেকে বিনোদন, ক্রীড়াদুনিয়া থেকে সাধারণ মানুষ, করোনার থাবা পড়ছে সর্বত্রই। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বাবা ও মা। ধোনির বাবা পান সিংহ ধোনি ও মা দেবকী সিংহ ধোনির করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর তাঁদের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।


জানা গিয়েছে, ধোনির বাবা-মায়ের চিকিৎসা রাঁচির পালস সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চলছে। ঝাড়খণ্ডে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫০২। সেইসঙ্গে ঝাড়খণ্ডে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৪০১। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৬৭,৩৪৬। শুধুমাত্র রাঁচিতেই গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। পূর্ব সিংভূমে ১০, বোকারো, ধানবাদ, কোডারমা ও লোহদরগায় তিনজন করে, পশ্চিম সিংভূম, গাডরওয়া ও ছাতরায় ২ জন করে এবং গোড্ডা, গুমলা, লাতেহার ও সাহেবগঞ্জে একজন করে মৃত্যু হয়েছে।


ধোনি অবশ্য সঙ্কটের মুহূর্তেও মাঠের কর্তব্যকে ভোলেননি। তাঁর নেতৃত্বে বুধবার কলকাতা নাইট রাইডার্সকে ১৮ রানে হারায় চেন্নাই সুপার কিংস। ম্যাচের পর এবিপি লাইভের প্রশ্নে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, 'ধোনির পারিবারিক সমস্যার কথা আমরা জানি। ম্যানেজমেন্ট থেকে সমস্ত দায়িত্ব নেওয়া হয়েছে। কঠিন সময় ওর জন্য। তবে চিন্তার কিছু নেই। আশা করছি দ্রুত সব স্বাভাবিক হবে।'


রাসেল-কামিন্সের লড়াই সত্ত্বেও হারের হ্যাটট্রিক কেকেআরের