KKR vs CSK Live: আবু ধাবিতে মর্গ্যান বাহিনীর বিরুদ্ধে দুরন্ত জয় চেন্নাইয়ের
IPL 2021, Match 38, CSK Vs KKR: কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। দুটো দলই দুর্দান্ত ফর্মে রয়েছে চলতি আইপিএলে।
শেষ বলে ১ রান নিয়ে ম্যাচে জয় সিএসকের। হার নাইটদের।
শেষ ওভারে নারাইন ম্যাজিক। পরপর তুলে নিলেন কারান ও জাদেজাকে।
চলল না মহেন্দ্র সিংহ ধোনির ব্যাট। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড সিএসকে অধিনায়ক।
পরপর উইকেট। রান আউট সুরেশ রায়না। সিএসকের পঞ্চম উইকেটের পতন।
সিএসকের চতুর্থ উইকেটের পতন। ফার্গুসনের বলে আউট মঈন আলি।
সিএসকের তৃতীয় উইকেটের পতন। নারাইনের বলে আউট রায়ডু।
সিএসকের দ্বিতীয় উইকেটের পতন। প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট ডু প্লেসি।
১০ ওভার শেষে সিএসকের স্কোর ৮৯/১। ধোনি বাহিনীর জয়ের প্রয়োজন ১০ ওভারে আরও ৮৩ রান।
সিএসকের প্রথম উইকেটের পতন। রাসেলের বলে ক্যাচ আউট গায়কোয়াড।
পাওয়ার প্লে শেষে বিনা উইকেটে বোর্ডে ৫২ রান তুলে নিল সিএসকে।
৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ১৮/০।
রান তাড়া করতে মাঠে নামল চেন্নাই সুপার কিংস। ক্রিজে গায়কোয়াড ও ডু প্লেসি।
নির্ধারিত ২০ ওভারে বোর্ডে ১৭১ রান তুলে নিল কেকেআর। শেষবেলায় ১১ বলে ২৬ রান কার্তিকের।
১৮ ওভার শেষে কেকেআরের স্কোর ৫ উইকেট হারিয়ে ১৩৯।
রাসেল ঝড় শুরু হলেও চলল না বেশিক্ষণ। ২০ রানে ফিরলেন ক্যারিবিয়ান তারকা।
১৪ ওভার শেষে কেকেআর ১০৪/৪। ক্রিজে আছেন রাসেল, রানা।
অর্ধশতরান মিস করলেন রাহুল ত্রিপাঠী। জাদেজার বলে ৪৫ রানে বোল্ড হয়ে ফিরলেন।
নাইটদের তৃতীয় উইকেটের পতন। অধিনায়ক ইয়ন মর্গ্যান ফিরলেন ৮ রানে।
ম্যাচের প্রথম স্ট্র্যাটেজিক টাইম আউট। ৯ ওভার শেষে নাইটদের স্কোর ৭০/২
পাওয়ার প্লে শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৫০/২।
কলকাতার দ্বিতীয় উইকেটের পতন। শার্দুলের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার।
৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৫০ রান তুলে নিল কেকেআর। ক্রিজে আছেন রাহুল ত্রিপাঠী ও ভেঙ্কটেশ আইয়ার।
৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ২৬ রান তুলে নিল কলকাতা নাইট রাইডার্স।
শুরুতে ব্যাটিং কলকাতার। ম্যাচের প্রথম ওভারেই আউট শুভমন গিল।
প্রেক্ষাপট
আবু ধাবি: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। দুটো দলই দুর্দান্ত ফর্মে রয়েছে চলতি আইপিএলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -