DC vs CSK LIVE: দিল্লিকে ৪ উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস
IPL 2021 DC vs CSK, Qualifier 1 LIVE: লিগ পর্যায় পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করেছে দিল্লি। অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিল সিএসকে।
এবারের আইপিএলের প্রথম ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস। দিল্লিকে ৪ উইকেটে হারিয়ে দিল সিএসকে।
শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ৬ বলে ১৩ রান। ক্রিজে আছেন মহেন্দ্র সিংহ ধোনি।
ম্যাচের রঙ কী বদলে গেল? আবেশ খানের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন রুতুরাজ গায়কোয়াড।
পরপর চেন্নাইয়ের আরও ২ উইকেটের পতন। ফিরলেন শার্দুল ঠাকুর ও আম্বাতি রায়ডু।
সিএসকের দ্বিতীয় উইকেটের পতন। টম কারানের বলে আউট রবিন উথাপ্পা।
সিএসকের দ্বিতীয় উইকেটের পতন। টম কারানের বলে আউট রবিন উথাপ্পা।
১২.১ ওভারে সিএসকের ১০০ রান পূরণ। চেন্নাইয়ের হাতে ৯ উইকেট। ক্রিজে আছেন উথাপ্পা ও রুতুরাজ।
ঝোড়ো ইনিংস খেলছেন উথাপ্পা। ৩ নম্বরে নেমে দুরন্ত অর্ধশতরান করলেন। ক্রিজে আছেন রুতুরাজও।
ঝোড়ো ইনিংস খেলছেন উথাপ্পা। ৩ নম্বরে নেমে দুরন্ত অর্ধশতরান করলেন। ক্রিজে আছেন রুতুরাজও।
ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে চেন্নাই উথাপ্পা ও রুতুরাজের পার্টনারশিপে। ৫ ওভার শেষে সিএসকে ৩৯/১।
চেন্নাইয়ের প্রথম উইকেটের পতন। ১ রান করেই আউট ফাফ দু প্লেসি। তাঁকে ফেরালেন অ্যানরিখ নর্তিয়ে।
অপরাজিত অর্ধশতরান ঋষভ পন্থের। ২০ ওভারে দিল্লির স্কোর ১৭২/৫।
ব্র্যাভোর শিকার। আউট শিমরন হেটমায়ের। দিল্লির পঞ্চম উইকেটের পতন।
পন্থ, হেটমায়েরের পার্টনারশিপে দেড়শোর গণ্ডি পার করল দিল্লি ক্যাপিটালস।
১৪ অভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৪ উইকেট হারিয়ে ১০৪। ক্রিজে রয়েছেন শিমরন হেটমায়ের ও ঋষভ পন্থ।
১৪ অভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৪ উইকেট হারিয়ে ১০৪। ক্রিজে রয়েছেন শিমরন হেটমায়ের ও ঋষভ পন্থ।
অর্ধশতরানের পর আউট পৃথ্বী শ। ৬০ রান করে ফিরলেন জাদেজার বলে।
দিল্লির তৃতীয় উইকেটের পতন, এবার আউট অক্ষর পটেল। মঈন আলির শিকার হলেন তিনি।
২৭ বলে ঝোড়ো অর্ধশতরান পূরণ করলেন পৃথ্বী শ। রবীন্দ্র জাদেজাকে বাউন্ডারি হাঁকিয়ে এল হাফ সেঞ্চুরি।
দিল্লি ক্যাপিটালসের দ্বিতীয় উইকেটের পতন। আউট শ্রেয়স আইয়ার।
দিল্লির প্রথম উইকেটের পতন। হ্যাজেলউডের বলে আউট হয়ে ফিরলেন ধবন।
চেন্নাই শেষ ম্যাচের একাদশে কোনও পরিবর্তন করেনি। দিল্লি তাঁদের একাদশে নিয়েছে টম কারানকে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের।
প্রেক্ষাপট
দুবাইঃ দেখতে দেখতে আইপিএলের শেষ লগ্ন এসে গেল। আর মাত্র ৪টি ম্যাচ। এরপরই এবারের টুর্নামেন্টে কার হাতে খেতাব উঠতে চলেছে, তা জানা যাবে। আজ এবারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দুবাইয়ে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। লিগ পর্যায় পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করেছে দিল্লি। অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিল সিএসকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -