DC vs CSK LIVE: দিল্লিকে ৪ উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস

IPL 2021 DC vs CSK, Qualifier 1 LIVE: লিগ পর্যায় পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করেছে দিল্লি। অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিল সিএসকে। 

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Oct 2021 11:20 PM

প্রেক্ষাপট

দুবাইঃ দেখতে দেখতে আইপিএলের শেষ লগ্ন এসে গেল। আর মাত্র ৪টি ম্যাচ। এরপরই এবারের টুর্নামেন্টে কার হাতে খেতাব উঠতে চলেছে, তা জানা যাবে। আজ এবারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দুবাইয়ে মুখোমুখি...More

DC vs CSK Live Updates: দিল্লিকে হারিয়ে ফাইনালে সিএসকে

এবারের আইপিএলের প্রথম ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস। দিল্লিকে ৪ উইকেটে হারিয়ে দিল সিএসকে।