দুবাই: শুক্রবারের রাত থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাপ্তি এস ভরত। তাঁর ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিংয়ের উপর নির্ভর করে দিল্লি বধ বিরাটদের। অর্ধশতরান করলেন ২ জনই। ঋষভ পন্থের দলের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
দিল্লি প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৪ রান তুলেছিল। শিখর ধবন ও পৃথ্বী শ দুজনেই অল্পের জন্য অর্ধশতরান মিস করেন। দিল্লির বাঁহাতি অভিজ্ঞ ওপেনার ৩৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান ধবন। অন্য়দিকে পৃথ্বী ৩১ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। তিনি তাঁর ইনিংসটি সাজান ৪টে বাউন্ডারি ও ২টো ছক্কায়। শেষ দিকে শিমরন হেটমায়ের এসে চালিয়ে খেলে দলের স্কোর দেড়শোর গণ্ডি পার করে দেন। ক্যারিবিয়ান তারকা ২টো বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২২ বলে ২৯ রানের ইনিংস খেলেন। আরসিবি বোলারদের মধ্যে সর্বাধিক ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। ১টি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহাল, হর্ষল পটেল ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান।
জবাবে ব্যাট করতে নেমে এদিন রান পাননি বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন দেবদত্ত। অন্যদিকে ৪ রান করে ফেরেন আরসিবি অধিনায়ক। এবি ডেভিলিয়ার্সও ২৬ রান করে ফিরে যান। কিন্তু আরসিবিকে জয় এনে দেন এস ভরত ও গ্লেন ম্যাক্সওয়েল। ২ জনই অর্ধশতরান করেন। ভরত ৫২ বলে ৭৮ রানের ইনিংস খেলেন। সুযোগের একেবারে দারুণ সদ্বব্যবহার করেন তিনি। ৩টি বাউন্ডারি ও ৪টে ছক্কা হাঁকান নিজের ইনিংসে ভরত। অন্য়দিকে ম্যাক্সওয়েল ৩৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন। তিনি এদিন ছক্কা না হাঁকালেও ৮টি বাউন্ডারি হাঁকান।
এদিন অন্য ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স হারিয়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদকে। তবে রান রেটে অনেকটা পিছিয়ে থাকায় কলকাতা নাইট রাইডার্সকে টপকে প্লে অফে জায়গা করে নিতে পারলেন না রোহিতরা। টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে প্লে অফে চলে গেল অইন মর্গ্যানের দল।