দুবাই: আইপিএলের গ্রুপ পর্ব যত এগোচ্ছে, তত জমে উঠছে প্লে অফের দৌড়। পয়েন্ট টেবিলের নীচের দিকে থাকা দল ওপরের দিকে থাকা প্রতিপক্ষকে হারিয়ে আরও জটিল করে তুলছে অঙ্ক।


সোমবারও যে অঙ্ক আরও জমে গেল কারণ, পয়েন্ট টেবিলে সকলের নীচে থাকা দল সানরাইজার্স হায়দরাবাদ ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালসকে। এবং রাজস্থানের রান তাড়া করতে নেমে ব্যাট হাতে সানরাইজার্স হায়দরাবাদকে টানলেন জেসন রয় ও অধিনায়ক কেন উইলিয়ামসন। জেসন ৪২ বলে ৬০ রান করেন। ৪১ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। ওপেন করতে নেমে ১১ বলে ১৮ রান করে আউট হন বাংলার ঋদ্ধিমান সাহা।


এই ম্যাচ জেতায় ১০ ম্যাচে ৪ পয়েন্ট হল হায়দরাবাদের। সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট রাজস্থানের। তবে চারটি দলের ঝুলিতে ৮ পয়েন্ট করে রয়েছে। শেষ চারটি ম্যাচ জিতলে হায়দরাবাদের পয়েন্ট দাঁড়াবে ১২। এসআরএইচ ভক্তরা এখনও প্লে অফের স্বপ্ন দেখা ছাড়ছেন না। তবে সেক্ষেত্রে প্রচুর অঙ্কের ওপর দাঁড়িয়ে থাকবে তাদের ভবিষ্যৎ।


আইপিএলের প্রথম পর্বেও দুরন্ত ফর্মে ছিলেন। করোনার ধাক্কায় টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ার আগে ব্যাট হাতে করেছিলেন সেঞ্চুরিও। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বে সোমবার ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন। ছিনিয়ে নিলেন অরেঞ্জ ক্যাপ।


অধিনায়কোচিত ইনিংস খেললেন সঞ্জু স্যামসন। সোমবার আইপিএলে তাঁর ব্যাটিং দাপটে লড়াই করার মতো রান তুলেছিল রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রাজস্থান তুলেছিল ১৬৪/৫। জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্য ছিল কেন উইলিয়ামসনের দলের সামনে। স্যামসন একাই করলেন ৫৭ বলে ৮২ রান। ১০ ম্যাচে ৪৩৩ রান হয়ে গেল তাঁর। শিখর ধবন সমসংখ্যক ম্য়াচে ৪৩০ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুই নম্বরে নেমে গেলেন। এক ম্যাচ কম খেলে ৪০১ রান কে এল রাহুলের।


টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু। তবে শুরুতেই ওপেনার এভিন লিউয়িসকে ফিরিয়ে রাজস্থান ইনিংসে ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। তবে মারমুখী মেজাজে ব্যাটিং করছিলেন যশস্বী জয়সবাল। ২৩ বলে ৩৬ রান করে সন্দীপ শর্মার বলে আউট হন তিনি।


তবে তিন নম্বরে নেমে সেরা ইনিংসটা খেলে যান রাজস্থান অধিনায়ক। সিদ্ধার্থ কৌলের বলে আউট হওয়ার আগে ৫৭ বলে ৮২ রান করেন সঞ্জু। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। অরেঞ্জ ক্যাপও এখন তাঁর দখলে।


তবে লোয়ার মিডল অর্ডার সেভাবে দাঁড়াতে পারেনি। যে কারণে আরও বড় স্কোর করতে পারেনি রাজস্থান। হায়দরাবাদ বোলারদের মধ্যে সিদ্ধার্ত কৌল ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন। রশিদ খান ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ১ উইকেট।