শারজা: পঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ। মাত্র ১২৬ রান করলেই জয় আসত। কিন্তু সেখানেও ব্যর্থ হলেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। শুরুটা ভাল করেও বড় রান পেলেন না ঋদ্ধিমান সাহা, মণীশ পাণ্ডে, কেদার যাদব। দলকেও জয় পাইয়ে দিতে পারলেন না তাঁরা। ১২৬ রান তাড়া করতে নেমে ১২০ রানের বেশি বোর্ডে তুলতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ।


অল্প রানের লক্ষ্য। ওপেনিংয়ে অফফর্মের ওয়ার্নার এদিও পারলেন না দলের হাল ধরতে। মাত্র ২ রানেই ফিরলেন শামির বলে। ক্যাপ্টেন কেন উইলিয়ামসনও ১ রানে ফিরলেন। বাংলার ঋদ্ধিমান একটা চেষ্টা করছিলেন। কিন্তু তিনি এদিন যোগ্য সঙ্গ পেলেন না। ক্রিজে টিকে থেকে দলকে টানতে চেয়েছিলেন। তবে হোল্ডারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তিনিও ফিরলেন ৩৭ বলে ৩১ রান করে। মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ। তবে লোয়ার অর্ডারে ঝড়় তুলেছিলেন হোল্ডার। ম্যাচও জমিয়ে দিয়েছিলেন। ৫টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু দলকে তরী পার করাতে পারেননি। এই ম্যাচ হারের সঙ্গে সঙ্গেই এবারের আইপিএলে প্লে অফের দৌড় থেকে অফিশিয়ালি ছিটকে গেল সানরাইজার্স।


এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। ওপেনিংয়ে পঞ্জাবের হয়ে সফল জুটি কে এল রাহুল ও ময়ঙ্ক অগ্রবাল কেউই এদিন রান পেলেন না। ২ ওপেনারকে পরপর ফিরিয়ে দেন জেসন হোল্ডার। রাহুল ২১ বলে ২১ রান করেন। ময়ঙ্ক ৬ বলে ৫ রান করে ফেরেন। গেইলকে নিয়ে এদিন আশা ছিল। শারজায় ইউনিভার্সাল বসের ব্যাটিং ঝড়় দেখতে পাওয়া যাবে, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু পারলেন না ক্যারিবিয়ান তারকা। মারকুটে ইনিংস তো দূর অস্ত, ১৭ বলে মাত্র ১৪ রানের ইনিংস খেললেন গেইল। রশিদ খানের বলে উইকেটের সামনে পা পড়ে যায় তাঁর। নিকোলস পুরানের খারাপ ফর্ম এখনও অব্যাহত। মার্করম ২৭ রান করেন। লোয়ার অর্ডার কিছুটা রান বোর্ডে যোগ করায় শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১২৫ রানই তুলতে পারে পঞ্জাব কিংস।