আবু ধাবি: মাঠে নামলেন। উইকেট পেলেন। আর একইসঙ্গে মাইলস্টোনও ছুঁয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আড়াইশো উইকেটের মালিক হয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে মাঠে নেমে এই মাইলস্টোন ছুঁলেন অশ্বিন।


রাজস্থানের বিরুদ্ধে নিজের প্রথম ওভারেই এই কীর্তি গড়েন অশ্বিন। রাজস্থানের ব্যাটার ডেভিড মিলারকে আউট করেন তিনি। তাঁর বলে স্ট্যাম্প আউট হন প্রোটিয়া ক্রিকেটার। অশ্বিনের ঘূর্ণি মিস করেন মিলার। উইকেটের পেছনে ঋষভ পন্থ কোনও ভুল করেননি। আর এই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে আড়াইশো উইকেটের মালিক হয়ে গেলেন তিনি। 


 






এদিকে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে ৩৩ রানে জয় ছিনিয়ে নিল ঋষভ পন্থের দল। প্রথম ব্যাট করে বোর্ডে ১৫৪ রান তুলেছিল দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২১ রানই বোর্ডে তুলতে সক্ষম হল সঞ্জু স্যামসনের রাজস্থান। এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে ১০ ম্য়াচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল ঋষভ পন্থের দল। প্লে অফও প্রায় নিশ্চিত করে ফেলল তাঁরা। 


এদিন রাজস্থানের বোলিং বাহিনী দিল্লিকে বেশি রান বোর্ডে তুলতে দেয়নি। শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের ব্যাটিংয়ের ওপর নির্ভর করে আড়াইশোর গণ্ডি পার করে দিল্লি। শ্রেয়স দিল্লির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন। অল্প রানের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু তা সত্ত্বেও ব্যাট হাতে ব্যর্থ রয়্যালস। একমাত্র ব্যতিক্রম সঞ্জু স্যামসন নিজে। নিজে ৫৩ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন সঞ্জু। কিন্তু দলকে জেতাতে পারলেন না। এদিন রাজস্থান শিবিরের কোনও ব্যাটারই ক্রিজে টিকতে পারেননি। ম্যাচের সেরা হয়েছেন শ্রেয়স।